Alien's Temple: এখানে রোজ হয় এলিয়েন-দেবতার পুজো! পূজারী কথাও বলেন ভিনগ্রহীদেবতার সঙ্গে...

Alien's Temple in Tamil Nadu: আমরা শিব-পার্বতী, লক্ষ্মী-নারায়ণ, বিষ্ণু, গণেশ, কালী ইত্যাদির মন্দিরের সঙ্গেই পরিচিত। কিন্তু তাই বলে, ভিনগ্রহীর মন্দির?

| Aug 05, 2024, 15:41 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে জানত, এলিয়েনেরও মন্দির হয়? আমরা শিব-পার্বতী, লক্ষ্মী-নারায়ণ, বিষ্ণু, গণেশ, কালী ইত্যাদির মন্দিরের সঙ্গেই পরিচিত। কিন্তু তাই বলে, ভিনগ্রহীর মন্দির? হ্যাঁ, তেমনই খবর। এই মন্দির পাওয়া গিয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর সালেমে।

 

1/6

ভিনগ্রহীদেবের আশীর্বাদ

সেই মন্দিরের তরফে পুরোহিত জানিয়েছেন, ওই মন্দিরের ওই এলিয়েন দেবতার বিভূতি অসাধারণ। তিনি তাঁর ভক্তদের সব ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেন। বাঁচান প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে।

2/6

এলিয়েন গড

মল্লামূপাম্বাত্তি এলাকার লোগানাথান। এই এলিয়েন-মন্দিরের পূজারি। তাঁর দাবি, তিনি এলিয়েন গডের সঙ্গে কথাও বলেছেন!

3/6

এলিয়েন টেম্পল

১১ ফুট দীর্ঘ ওই এলিয়েন দেবতার মূর্তি। এই মূর্তি ও তাঁর মন্দির নিয়ে মানুষের মধ্যে বিপুল কৌতূহল।

4/6

এলিয়েন-আইডিয়া

আজ পর্যন্ত এলিয়েন নিয়ে বিপুল চর্চা হয়েছে। এলিয়েন আছে, কি নেই-- এ নিয়ে বহু তর্ক-বিতর্ক হয়েছে। একদল এলিয়েনের আইডিয়াটাই উড়িয়ে দিয়েছেন। অন্য দল, বলছেন, এলিয়েন কল্পনা নয়, তা ঘোর সত্যি!

5/6

এলিয়েন-সংকেত

পৃথিবীর বাইরের যে মহাশূন্য, তার মধ্য়ে দিয়ে নাকি আসে এলিয়েনের সংকেত। তা বিজ্ঞানীদের যন্ত্রেও রিসিভড হয়েছে। 

6/6

মহাবিশ্বে-মহাকাশে

মহাজগতে যদি এলিয়েন থেকে থাকে, তার মন্দির থাকতে ক্ষতি কী?