জাল টেনে তুলতেই চক্ষু থ...দিঘায় উঠল ৯০০ কেজির 'দৈত্যাকৃতি' মাছ!

Mar 02, 2020, 16:06 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : জালে উঠল ৯০০ কেজির মাছ! দিঘা মোহনা বাজারে বিশালাকার এই মাছ দেখে চক্ষু ছানাবড়া মৎস্যজীবী থেকে সাধারণ মানুষের।

2/5

কাঁথির শৌলায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে মাছটি। গভীর সমুদ্রে জাল টেনে তোলার সময় রীতিমতো হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের।  

3/5

মাছটিকে তারপর ট্রেকারে চাপিয়ে নিয়ে আসা হয় দিঘা মোহনার বাজারে। দৈত্যাকৃতি মাছ দেখতে দিঘা মোহনা বাজারে উপছে পড়ে ভিড়।

4/5

মৎস্যজীবীদের কথায়, "মাছটি শঙ্কর প্রজাতির। একেবারে আসল শঙ্কর মাছ! বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।" প্রসঙ্গত, এটি চিল শঙ্কর।

5/5

দিঘা মোহনা বাজারে আজ নিলাম হয় ৯০০ কেজি ওজনের মাছটির। স্থানীয় এক মৎস্যজীবী নিলামে মাছটি কিনে নেন।