ভবিষ্যতে তথ্য ফাঁস রুখতে এই ৯টি পদক্ষেপ করছে ফেসবুক

Mar 23, 2018, 19:39 PM IST
1/12

data cam fb

 তথ্য ফাঁসের মত গুরুতর অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। প্রায় পাঁচ  কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে কেমব্রিজ অ্যানালিটিকা।

তথ্য ফাঁসের মত গুরুতর অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। প্রায় পাঁচ  কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে কেমব্রিজ অ্যানালিটিকা।  

2/12

zucker

সোশ্যাল মিডিয়ায় ভুল স্বীকার করেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তদন্ত শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভুল স্বীকার করেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তদন্ত শুরু হয়েছে।

3/12

fb data 9 steps

তথ্য ফাঁসের মোকাবিলায় ৯টি পদক্ষেপের কথা ঘোষণা করেছে ফেসবুক।

তথ্য ফাঁসের মোকাবিলায় ৯টি পদক্ষেপের কথা ঘোষণা করেছে ফেসবুক। 

4/12

fb app users

ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ফেসবুকের বিভিন্ন অ্যাপ। তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।

ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ফেসবুকের বিভিন্ন অ্যাপ। তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে। 

5/12

audit

সন্দেহজনক অ্যাপগুলির অডিট রিপোর্ট তৈরি করা হবে।

সন্দেহজনক অ্যাপগুলির অডিট রিপোর্ট তৈরি করা হবে। 

6/12

app data

যে অ্যাপগুলি তথ্য চুরি করেছে, তাদের সম্পর্কে ব্যবহারকারীদের অভিহিত করা হবে।

যে অ্যাপগুলি তথ্য চুরি করেছে, তাদের সম্পর্কে ব্যবহারকারীদের অভিহিত করা হবে। 

7/12

digital

তথ্য ফাঁস হয়েছে কিনা, তা  'thisisyourdigitallife'-এর মাধ্যমে ব্যবহারকারীদের জানানোর ব্যবস্থা করা হচ্ছে।

তথ্য ফাঁস হয়েছে কিনা, তা  'thisisyourdigitallife'-এর মাধ্যমে ব্যবহারকারীদের জানানোর ব্যবস্থা করা হচ্ছে। 

8/12

fb app users

ফেসবুকে কোনও অ্যাপ সরিয়ে দিলে তা ব্যবহারকারীও জানতে পারবেন।

ফেসবুকে কোনও অ্যাপ সরিয়ে দিলে তা ব্যবহারকারীও জানতে পারবেন।

9/12

fb unused app

অব্যবহৃত অ্যাপের ব্যবহার বন্ধ করে দেবে ফেসবুক।

অব্যবহৃত অ্যাপের ব্যবহার বন্ধ করে দেবে ফেসবুক। 

10/12

info fb

সব তথ্য যাতে ফাঁস না হয়, তাই লগ ইন তথ্য নিয়ন্ত্রণ করবে ফেসবুক।

সব তথ্য যাতে ফাঁস না হয়, তাই লগ ইন তথ্য নিয়ন্ত্রণ করবে ফেসবুক।  

11/12

aap fb

ব্যবহারকারীরাই যাতে অ্যাপ ম্যানেজ করেন, তার চেষ্টা করবে ফেসবুক।

ব্যবহারকারীরাই যাতে অ্যাপ ম্যানেজ করেন, তার চেষ্টা করবে ফেসবুক। 

12/12

programming bug

প্রোগ্রামিং বাগ ধরে দিতে পারলে পুরস্কৃত করবে ফেসবুক

প্রোগ্রামিং বাগ ধরে দিতে পারলে পুরস্কৃত করবে ফেসবুক