কড়া কড়া ওষুধ নয়, অম্বলের সমস্যা থেকে রেহাই পান ঘরোয়া উপায়েই!

| Aug 26, 2019, 17:11 PM IST
1/8

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

বদ হজম বা অম্বোলের সমস্যায় ঠান্ডা দুধ খেয়ে দেখুন। দুধে থাকা ক্যালসিয়াম অ্যাসিড শুষে নিয়ে বদ হজম বা অম্বোলের সমস্যা কমাতে সাহায্য করে।

2/8

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

খাওয়ার পর মৌরি চিবিয়ে দেখুন। ভেজানো জল খেলেও উপকার পাবেন। বদ হজম বা অম্বোলের সমস্যায় দ্রুত উপকার পাবেন।

3/8

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

বদ হজম বা অম্বোলের সমস্যায় ডাবের জল খেয়ে দেখুন। ক্ষার জাতীয় ডাবের জল নিমেষে বদ হজম বা অম্বোলের সমস্যা প্রশমন করতে সাহায্য করে।

4/8

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

বদ হজম বা অম্বোলের সমস্যায় কলা খান। কলায় থাকা পটাশিয়াম বদ হজম বা অম্বোলের সমস্যা কমাতে সাহায্য করে।

5/8

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

অ্যাসিডিটির সমস্যায় আদা ফোটানো জল, আদার রস বা আদা কুচি চিবিয়ে খেয়ে দেখুন। দ্রুত উপকার পাবেন।

6/8

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

শুকনো জিরে ভেজে গুঁড়ো করে এক গ্লাস জলের সঙ্গে এক চামচ গুলে খেয়ে নিন। বদ হজম বা অম্বোলের সমস্যায় দ্রুত উপকার পাবেন।

7/8

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

বদ হজম বা অম্বোলের সমস্যায় এক কাপ জলে আধা চামচ দারচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে খেয়ে নিন। অম্বোলের সমস্যায় দ্রুত রেহাই পাবেন।

8/8

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

অ্যাসিডিটিতে ঘরোয়া টোটকা

দু’-তিনটে লবঙ্গ চিবিয়ে খেয়ে দেখুন। লবঙ্গর রস শরীরে হাইড্রক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে বদ হজম বা অম্বোলের সমস্যায় দ্রুত উপকার পাবেন।