DA Hike: সুখবর! শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য ৩১ শতাংশ ডিএ ঘোষণা কেন্দ্রের

কতটা বাড়বে বেতন? জেনে নিন হিসেব

Aug 25, 2021, 15:52 PM IST

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। আরও একবার ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র। যার ফলে এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ২৮ শতাংশ থেকে বাড়তে পারে ৩১ শতাংশ। 

1/5

ফের ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র

Centre to Hike DA again

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর (Central Govt Employees)। আরও একবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়াতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, জুলাইয়ের পর এবার জুন মাসের ডিএ (DA hike) শীঘ্রই ছাড়তে চলেছে মোদী সরকার। যার ফলে এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ২৮ শতাংশ থেকে বাড়বে ৩১ শতাংশ।

2/5

বিরাট বৃদ্ধি বেতনে

Salary will increase

উল্লেখ্য, জুলাই মাসের ১ তারিখ থেকে ২৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। বেতনেও সেই প্রতিফলন ঘটেছে (Reflect in salary)। আর এবার জুন মাসের ডিএ যোগ (DA add) হলে এক ধাক্কায় বিরাট বেতন বৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

3/5

কত শতাংশ বাড়বে DA?

By how much will the DA hike?

যদিও জুন মাসের মহার্ঘ ভাতা সম্পর্কে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি কেন্দ্র। তবে জুন মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স বা AICPI সূচক অনুযায়ী মনে করা হচ্ছে, ৩ শতাংশ বাড়তে পারে ডিএ। এ ব্যাপারে শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্র। 

4/5

7th Pay Commission এর লেটেস্ট আপডেট

7th Pay Commission Latest Update

সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের লেভেল ওয়ান কর্মচারীদের বেতন কাঠামো (Salary Structure) ন্যুনতম ১৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫৬ হাজার ৯০০ টাকার মধ্যেই ঘোরাফেরা করবে। এক্ষেত্রে বর্ধিত ডিএ যোগ হলে কেমন হবে বেতন? দেখুন হিসাব।

5/5

কতটা বাড়বে বেতন?

By how Much Salary will increase?

ধরা যাক, বেসিক স্যালারি (Basic Salary) ৫৬ হাজার ৯০০ টাকা। তাতে ৩১ শতাংশ হারে ডিএ যোগ হলে প্রতি মাসে ডিএ বাবদ আয় ১৭ হাজার ৬৩৯ টাকা। বর্তমানে ২৮ শতাংশ হারে ডিএ বাবদ আয় ১৫ হাজার ৯৩২ টাকা। অর্থাৎ নতুন হারে প্রতি মাসে ডিএ বাবদ আয় বাড়বে ১৭০৭ টাকা। অর্থাৎ বার্ষিক বেতন বৃদ্ধি ২০ হাজার ৪৮৪ টাকা। যদিও HRA যোগ হলে তবেই প্রকৃত বেতন বৃদ্ধির হিসেব মিলবে।