1/7
জয় হিন্দ
2/7
জয় হিন্দ
photos
TRENDING NOW
3/7
জয় হিন্দ
কংগ্রেসের সদস্য হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তবে মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর সঙ্গে নেতাজির ভাবনাচিন্তার ব্যাপক ফারাক ছিল। ১৯৩৮ সালে কংগ্রেসের সভাপতি হন, তবে গান্ধীর সঙ্গে মতানৈক্যের জেরে ওই পদে বেশিদিন থাকতে পারেননি সুভাষ। মহাত্মার অহিংসা নীতির তীব্র বিরোধী ছিলেন নেতাজি। রক্তাক্ত সংগ্রামের মাধ্যমেই স্বাধীনতা সম্ভব বলে মনে করতেন সুভাষচন্দ্র বসু।
4/7
জয় হিন্দ
5/7
জয় হিন্দ
6/7
জয় হিন্দ
7/7
জয় হিন্দ
১৯৪৪ সালে ইম্ফল ও কোহিমায় ব্রিটিশ সেনার উপরে হামলা করে আইএনএ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় আইএনএ ও জাপানি সেনার যৌথ বাহিনীর কাছে কোণঠাসা হয়ে পড়ে ব্রিটিশ সেনা। লন্ডনে ন্যশানাল আর্মি মিউজিয়ামে এই লড়াইকে 'greatest ever battle involving British forces' আখ্যা দিয়েছে। এতেই বোঝা যায়, ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
photos