অবিশ্বাস্য! যমজ কন্যা সন্তানের জন্ম দিয়ে প্রথম মা হলেন অন্ধ্রের ৭৪ বছরের বৃদ্ধা

Sep 05, 2019, 21:27 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: মা হওয়ার ক্ষেত্রে বয়সকে কোনও বাঁধা মনে করেননি এরামত্তি মনগম্মা। যে বয়সে আর পাঁচ জন প্রৌঢ়া শারীরিক ও মানসিকভাবে দূর্বল হয়ে পড়েন, সেই বয়সেই যমজ কন্যাসন্তানের মা হলেন অন্ধ্রপ্রদেশের গুন্তুরের বাসিন্দা। ৭৪ বছর বয়সে সিজারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি। 

2/6

এর আগে ২০১৭ সালে পাঞ্জাবের অমৃতসরে ৭২ বছর বয়সে মা হয়েছিলেন দলজিন্দর কউর। এখনও পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সে মা হওয়া মহিলা। এবার সেই রেকর্ডের দাবিদার হলেন ৭৪ বছরের এরামত্তি মনগম্মা। 

3/6

এর পেছনে দম্পতির মানসিক জোরের পাশাপাশি রয়েছে চিকিত্সা বিজ্ঞানের কৃতিত্বও। ইন ভিট্রো ফার্টিলাইজেশন(IVF) পদ্ধতিতে মা হয়েছেন এরামত্তি। 

4/6

১৯৬২ সালে এরামত্তি ও তাঁর স্বামী রাজা রাওয়ের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর বহু চেষ্টা করেও সন্তান আনতে পারেননি ওই দম্পতি। বহু চিকিত্সক দেখিয়েও মেলেনি সুরাহা। এরামত্তির মাতৃত্বের স্বপ্ন থেকে যায় অধরা। 

5/6

অবশেষে আধুনিক চিকিত্সাবিজ্ঞানের হাত ধরে হল স্বপ্নপূরণ। কৃত্রিমভাবে আইভিএফের মাধ্যমে মা হলেন এরামত্তি। তবে বেশি বয়সে প্রেগনেন্সি সবসময়েই ঝুঁকিপূর্ণ। 

6/6

তাঁর শারীরিক সুস্থতার বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরেই এগোন চিকিত্সকরা। এরামত্তির মাতৃত্বের স্বপ্ন পূরণ হওয়ায় খুশি তাঁর পরিবারের সদস্যরাও।