রাখিবন্ধনের পুজোর থালায় থাকতেই হবে এই ৭টি জিনিস

Aug 25, 2018, 22:14 PM IST
1/8

রাখীবন্ধন

Rakhi_1

পূর্ণিমার দিনে রাখী বন্ধন উত্সব উদযাপন করা হয়। ভাইদের  হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করেন বোনেরা। একইসঙ্গে রক্ষার প্রতিশ্রুতিও আদায় করেন। ফল পেতে রাখির থালায় কী কী রাখবেন-          

2/8

সিঁদুর

Rakhi_2

রাখীর থালায় সিঁদুর থাকা অত্যাবশ্যক। সনাতন ধর্মে বিশ্বাস, কোনও শুভ কাজের আগে কপালে সিঁদুরের তিলক লাগানো শুভ। এতে কাজ সম্পন্ন হয়।     

3/8

চাল

Rakhi_3

থালাতে চালের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সিঁদুরের তিলকের সঙ্গে কপালে লাগাতে হবে চালও। চালকে অক্ষত বলা হয়। 

4/8

নারকেল

Rakhi_4

থালায় অনেকেই নারকেল রাখতে ভুলে যান। নারকেল শ্রীফলও বলা হয়। মানে মা লক্ষ্মীর পছন্দের ফল। ভাইকে শ্রীফল দিয়ে বোনেরা প্রার্থনা করে, জীবন যাতে সমৃদ্ধি ও সুখে ভরে ওঠে। 

5/8

রাখি

Rakhi_5

রাখি ছাড়া রাখি বন্ধনই সম্ভব নয়। হাতে রাখি বাঁধলে ত্রিদোষ কেটে যায়। অনেকের যুক্তি, হাতে রাখি বাঁধলে শিরায় চাপ থাকে। তিন দোষ থেকে মুক্তি মেলে। 

6/8

মিষ্টি

Rakhi_6

রাখি বাঁধার পর ভাইয়ের মিষ্টিমুখ করেন বোন। এতে দুজনের সম্পর্ক আরও মধুর হয়।   

7/8

প্রদীপ

Rakhi_7

রাখি বাঁধার আগেই প্রদীপ প্রজ্বলন করা উচিত। প্রদীপের আলো দিয়ে ভাইয়ের আরতি করলে আশেপাশের নেতিবাচকতা দূর হয়। 

8/8

জলপূর্ণ কলস

Rakhi_8

জলপূর্ণ কলস রাখা উচিত রাখি থালায়। পাত্রটি তামার হওয়া বাঞ্চনীয়। এই জলের সিঁদুর গুলে তিলক করা শ্রেয়।