67th National Film Awards: সেরা চিত্রনাট্য 'জ্যেষ্ঠপুত্র' ও 'গুমনামী', অভিনেতা মনোজ, অভিনেত্রী কঙ্গনা

Mar 22, 2021, 19:22 PM IST
1/12

সেরা চিত্রনাট্য নির্বাচিত হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'গুমনামী'।

2/12

যুগ্নভাবে সেটা চিত্রনাট্যের নির্বাচিত হল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'জ্যেষ্ঠপুত্র'। 

3/12

একটা নয়, ৬৭ তম জাতীয় পুরস্কারের মঞ্চ থেকে সৃজিত মুখোপাধ্যায়ের ঝুলিতে এসেছে দুটি পুরস্কার। সেরা বাংলা ছবি নির্বাচিত 'গুমনামী'।

4/12

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'জ্যেষ্ঠপুত্র'র ঝুলিতেও এসেছে দুটি পুরস্কার। সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সেরা সঙ্গীত পরিচালক হয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

5/12

সেরা হিন্দি ছবি নির্বাচিত হল সুশান্ত সিং রাজপুত-শ্রদ্ধা কাপুরের 'ছিছোড়ে'।

6/12

সেরা ছবি (মালায়ালম ভাষায়) মারাক্কর-আরাবিক্করালিনতে সিমহম। পরিচালক প্রিয়দর্শন। 

7/12

সেরা ছোটদের ছবি নির্বাচিত 'কস্তুরী'। 

8/12

সেরা অভিনেতা নির্বাচিত হলেন মনোজ বাজপেয়ী (ভোঁসলে ছবির ছবির জন্য)।

9/12

যুগ্মভাবে সেরা অভিনেতা নির্বাচিত হলেন ধনুশ (তামিল ছবি অসুরান-এর জন্য)। 

10/12

সেরা অভিনেত্রী নির্বাচিত কঙ্গনা রানাউত (মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি ও পাঙ্গা ছবির ছবির জন্য)।

11/12

সেরা সহ অভিনেতা নির্বাচিত বিজয় শতপথী ( তামিল 'সুপার ডিলাক্স' ছবির জন্য)।

12/12

সেরা প্লে-ব্যাক সিঙ্গার নির্বাচিত বি প্রাক (কেশরী ছবিতে তেরি মিট্টি গানের জন্য)।