মে দিবস: এক নজরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

| May 01, 2019, 12:07 PM IST
1/6

মে দিবস

মে দিবস

১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত শিল্পাঞ্চলে ৮ ঘণ্টা কাজের অধিকারের দাবিতে শ্রমিকেরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন।

2/6

মে দিবস

মে দিবস

ওই দিন শিকাগোর হে মার্কেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ থামাতে পুলিস গুলি চালায়। পুলিসের গুলিতে ওই দিন প্রাণ হারিয়েছিলেন ১১ জন শ্রমিক।

3/6

মে দিবস

মে দিবস

১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটের এই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোত্র। আন্দোলনের চাপে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় তত্কালীন মার্কিন সরকার।

4/6

মে দিবস

মে দিবস

শ্রমিকদের এই আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে আয়োজিত দ্বিতীয় ‘আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন’-এ দিনটিকে ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

5/6

মে দিবস

মে দিবস

তবে মার্কিন যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার ‘লেবার ডে’ হিসেবে পালিত হয়।

6/6

মে দিবস

মে দিবস

১৯২৩ সালের ১ মে চেন্নাইয়ে ‘মে দিবস’-এর সূচনা করেন বামপন্থী নেতা মালায়প্পুরম সিঙ্গারাভেলু চেত্তিয়ার। ওই একই দিনে তিনি প্রতিষ্ঠা করেন ‘দি লেবার কিষাণ পার্টি অব হিন্দুস্তান’।