পাঁচ হাজার বছর পুরনো হরপ্পার সভ্যতার এই জিনিসগুলো আজও ব্যবহার করি আমরা!

Sep 27, 2018, 19:28 PM IST
1/9

হরপ্পার সভ্যতার এই জিনিসগুলো আজও ব্যবহার করি আমরা!

5,000 year old things Indians still use 0

তাঁরা প্রায় পাঁচ হাজার বছর আগে এই জিনিসগুলো ব্যবহার করা শুরু করেছিলেন। তার পর বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আজও সেই জিনিসগুলো ব্যবহার করে চলেছে। তাই বলা যায়, এই জিনিসগুলোর আসল আবিষ্কারক হরপ্পা সভ্যতার অধিবাসীরা। 

2/9

হরপ্পার সভ্যতার এই জিনিসগুলো আজও ব্যবহার করি আমরা!

5,000 year old things Indians still use 1

এক থেক ছয় সংখ্যা পর্যন্ত লেখা লুডোর ছক্কা হরপ্পা সভ্যতা থেকে ব্যবহার হয়ে আসছে।

3/9

হরপ্পার সভ্যতার এই জিনিসগুলো আজও ব্যবহার করি আমরা!

5,000 year old things Indians still use 2

পোড়া মাটির তৈরি পুতুল ও খেলনা হরপ্পা সভ্যতা থেকে ব্যবহৃত হয়। এখন আমরা সেই খেলনা বা পুতুল ঘর সাজাতে ব্যবহার করি।

4/9

হরপ্পার সভ্যতার এই জিনিসগুলো আজও ব্যবহার করি আমরা!

5,000 year old things Indians still use 3

সাত গুটি। হরপ্পা সভ্যতার প্রধান খেলা ছিল। এখনও গ্রামে-গঞ্জে বাচ্চারা এই খেলায় মজে। 

5/9

হরপ্পার সভ্যতার এই জিনিসগুলো আজও ব্যবহার করি আমরা!

5,000 year old things Indians still use 4

এক সময় নাম ছিল চতুরঙ্গ। এখন যা দাবা। 

6/9

হরপ্পার সভ্যতার এই জিনিসগুলো আজও ব্যবহার করি আমরা!

5,000 year old things Indians still use 5

হরপ্পা ও মহেঞ্জোদাড়ো, দুই সভ্যতার ধ্বংসাবশেষেই রঙ-বেরঙের বোতামের হদিশ পাওয়া গিয়েছিল।

7/9

হরপ্পার সভ্যতার এই জিনিসগুলো আজও ব্যবহার করি আমরা!

5,000 year old things Indians still use 6

হরপ্পা সভ্যতার অধিবাসীরা সঠিক মাপের ব্যাপারে যত্নবান ছিলেন। তাই সেই সময় থেকেই তাঁরা স্কেল-এর ব্যবহার করতেন। 

8/9

হরপ্পার সভ্যতার এই জিনিসগুলো আজও ব্যবহার করি আমরা!

5,000 year old things Indians still use 7

হরপ্পা সভ্যতা থেকে চলছে উনুনের ব্যবহার। আজও চলছে। 

9/9

হরপ্পার সভ্যতার এই জিনিসগুলো আজও ব্যবহার করি আমরা!

5,000 year old things Indians still use 8

পাঁচ হাজার বছর আগেও আজকের মতোই মহিলারা বেলনা-র মাধ্যমে রুটি বা চাপাটি তৈরি করতেন।