পিঁপড়ের কবল থেকে চিনি বাঁচাতে চাইলে এই অব্যর্থ উপায়গুলি জেনে নিন

| Sep 01, 2019, 16:55 PM IST
1/5

পিঁপড়ে তাড়ানোর অব্যর্থ উপায়

পিঁপড়ে তাড়ানোর অব্যর্থ উপায়

বাড়িতে কি পিঁপড়ে উত্পাতে চিনি রাখতে সমস্যা হচ্ছে? যেখানেই রাখছেন, পিঁপড়ে ধরে যাচ্ছে? জেনে নিন এমন বেশ কয়েকটি উপায় যেগুলি কাজে লাগালে চিনির পাত্র থেকে পিঁপড়ের দলকে অনায়াসেই দূরে রাখা সম্ভব...

2/5

তেজ পাতা

তেজ পাতা

চিনির পাত্রে একটি তেজ পাতা রেখে দিয়ে দেখুন। ৪-৫ দিন পর পর এই তেজ পাতা বদলে ফেলতে ভুলবেন না! দেখবেন, তেজ পাতার গন্ধে পিঁপড়ে চিনির পাত্রের ধারে-কাছেও ঘেঁষবে না।

3/5

লবঙ্গ

লবঙ্গ

চিনির পাত্রে দু’-তিনটি লবঙ্গ রেখে দিয়ে দেখুন। অন্তত দিন সাতেক পর পর লবঙ্গগুলি বদলে ফেলুন। লবঙ্গর গন্ধে পিঁপড়ে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।

4/5

লেবুর খোসা

লেবুর খোসা

চিনি বা যে কোনও রকম খাবারের গন্ধ যেমন পিঁপড়েকে আকৃষ্ঠ করে, তেমনই এমন কিছু গন্ধও রয়েছে যেগুলি পিঁপড়ের দল মোটেই সহ্য করতে পারে না। যেমন, লেবুর খোসা। মাঝারি মাপের একটি লেবুর খোসার টুকরো চিনির পাত্রে রেখে দিয়ে দেখুন। ৩-৪ দিন পর পর সেটিকে বদলে ফেলুন। দেখবেন এতে পিঁপড়ের দল চিনির পাত্রের ধারে-কাছেও ঘেঁষবে না।

5/5

দারচিনি

দারচিনি

দারচিনির গন্ধ পিঁপড়ের দল একেবারেই সহ্য করতে পারে না। তাই মাঝারি মাপের দু’-একটা দারচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিয়ে দেখুন। দারচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ের দল।