Irrfan Khan Death Anniversary: ইরফানের মৃত্যুবার্ষিকীর ৩ বছর, এখনও মনে রেখেছে ভক্তরা
মোট ৩৫ বছরের কর্মজীবনে তিনি ৫০টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারটি ফিল্মফেয়ার-সহ অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। অন্য ঘরানার সেই অভিনেতা ইরফান খান জীবনযুদ্ধে হার মানেন ২০২০ সালের ২৯ এপ্রিল। ইরফানের মৃত্যুর ৩ বছর পরও আমরা তাঁকে মনে রাখি।
1/6
ইরফান খান
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরফান খান ৭ জানুয়ারি ১৯৬৭ সালে রাজস্থানের টঙ্কের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার মামার প্রভাবে অভিনয়ে আগ্রহ দেখিয়েছিলেন যিনি নিজে যোধপুরের একজন থিয়েটার শিল্পী ছিলেন। জয়পুরে, ইরফান প্রখ্যাত থিয়েটার শিল্পীদের সঙ্গে পরিচিত হন এবং শহরে বেশ কয়েকটি মঞ্চে অভিনয় করেন। অভিনয় অধ্যয়নের জন্য ১৯৮৪ সালে নয়াদিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা- এ যোগদানের আগে তিনি জয়পুরে এমএ শেষ করেন।
2/6
ইরফান খান
photos
TRENDING NOW
3/6
ইরফান খান
4/6
ইরফান খান
5/6
ইরফান খান
ভারতীয় অভিনেতাদের মধ্যে, ইরফান তাঁর কৃতিত্বের জন্য একাধিক চলচ্চিত্রের সঙ্গে সঙ্গে হলিউডে চলচ্চিত্রে কাজ করেছিলেন। তিনি রাইডলি স্কটের 'দ্য মার্টিয়ানে' একটি গুরুত্বপূর্ণ রোল ছেড়ে দিয়েছিলেন কারণ তাঁর 'পিকু' ছবির তারিখ ঠিক হয়ে গিয়েছিল। তিনি 'দ্য লাঞ্চবক্স' এবং 'ডি-ডে'-র ছবি দুটির জন্য়ে 'ইন্টারস্টেলার' ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন।
6/6
ইরফান খান
photos