Home Image: 
ভারতীয় দলে দুই পরিবর্তন, টসে জিতে বোলিং করছে ইংল্যান্ড
Domain: 
Bengali
Section: 
Home Title: 

ভারতীয় দলে দুই পরিবর্তন, টসে জিতে বোলিং করছে ইংল্যান্ড

English Title: 
2nd Test. England win the toss and elect to field
Slide Photos: 

ব্রিটিশ দলে জায়গা পেয়েছেন ক্রিস ওকস।    

ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন ২০ বছরের তরুণ অলি পোপ।

অন্যদিকে আদিল রাশিদকে রেখেই দলে দুই পরিবর্তন করেছে জো রুটও।

অর্থাত্, দুই পেস বোলার আর দুই স্পিনার নিয়ে খেলতে নামল ভারত।

বোলিংয়ে উমেশ যাদবকে বসিয়ে চায়নাম্যান কুলদীপ যাদবকে দলে সামিল করেছেন বিরাট।

ওপেনার শিখর ধাওয়ানকে বসিয়ে দলে নেওয়া হল চেতেশ্বর পূজারাকে।

ভারতীয় দলে এল দুই পরিবর্তন।

টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নিলেন ব্রিটিশ অধিনায়ক জো রুট।

লর্ডস টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পণ্ড হবার শুরু হল দ্বিতীয় দিনের খেলা।

Publish Later: 
No
Publish At: 
Friday, August 10, 2018 - 15:51