EY Pune Employee Dies | Work Stress: অত্যধিক কাজের চাপে জয়েনিংয়ের ৪ মাসেই মৃত্যু ২৬ বছরের মেয়ের, বসকে চিঠিতে ভয়ংকর কথা শেয়ার মায়ের!
26 year old CA girl dies: মেয়ে আপত্তি জানালে বলা হয়, 'তোমাকে এরকম করতে হতেই পারে। এটা আমরা সবাই-ই করে থাকি।'
1/7
ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর!
![ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর! EY Pune Employee Dies](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/18/492566-eypune-employee7.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অত্যধিক কাজের চাপে জয়েনিংয়ের ৪ মাসেই মৃত্যু ২৬ বছরের তরুণী। EY পুনে, ভারতের ৪ বড় অ্যাকাউন্টিং ফার্মের মধ্যে একটি। সেখানেই কাজ করতেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ২৬ বছরের আন্না সেবাস্তিয়ান পেরাইল। মাত্র ৪ মাস আগেই কাজে যোগ দিয়েছিলেন আন্না। পরিবারের দাবি, অত্যধিক কাজের চাপ ও হাড়ভাঙা খাটুনিতেই প্রাণ হারিয়েছে তাঁদের মেয়ে।
2/7
ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর!
![ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর! EY Pune Employee Dies](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/18/492565-eypune-employee6.jpg)
কোম্পানির সর্বভারতীয় বস রাজীব মেমানিকে চিঠি লিখেছেন আন্নার মা অনিতা অগাস্টিন। কোম্পানির মানবাধিকার লংঘন করে 'ওভার ওয়ার্ককে গ্লোরিফাই' করাকে তীব্র নিন্দা করেছেন করেছেন তিনি। অনিতা লিখেছেন, তাঁর মেয়ে ২০২৩ সালে সিএ পাস করেন। তারপর ২০২৪-এর মার্চে EY পুনেতে এগজিকিউটিভ হিসেবে কাজে যোগ দেন। তাঁর এটা প্রথম চাকরি ছিল। তাই নিজেকে প্রমাণ করতে অক্লান্তভাবে কাজ করে যেত।
photos
TRENDING NOW
3/7
ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর!
![ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর! EY Pune Employee Dies](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/18/492564-eypune-employee5.jpg)
4/7
ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর!
![ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর! EY Pune Employee Dies](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/18/492563-eypune-employee4.jpg)
অত্যধিক কাজের চাপে অন্য কর্মীরা যখন কাজ ছেড়ে দেন, তখন সেইসব কাজের দায়িত্বও তাঁর মেয়ের কাঁধে দেওয়া হয়। এমনকি প্রায়শই মিটিং রিশিডিউল করে রাতের দিকে রাখতেন। যার ফলে কাজ শেষ করে বাড়ি ফিরতে মেয়ের অনেক রাত হয়ে যেত। হা ক্লান্ত হয়ে রাতে যখন বাড়ি ফিরত, তখন মাঝে মাঝে পোশাক পরিবর্তন না করেই শুয়ে পড়ত। কিন্তু তারপর রাতেও ফের রিপোর্ট চেয়ে ম্যানেজারের মেইল আসত। মেসেজ আসত।
5/7
ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর!
![ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর! EY Pune Employee Dies](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/18/492562-eypune-employee3.jpeg)
6/7
ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর!
![ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর! EY Pune Employee Dies](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/18/492561-eypune-employee2.jpg)
7/7
ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর!
![ওভার ওয়ার্কে মৃত্য়ু CA তরুণীর! EY Pune Employee Dies](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/09/18/492560-eypune-employee1.jpg)
photos