দিদির ভাষণ 'না শুনেই' জমিয়ে পেটপুজো কর্মীদের! একুশের কলকাতা পিকনিক নগরী...

Jul 21, 2023, 15:33 PM IST
1/5

একুশের কলকাতা পিকনিক নগরী

21 July TMC Picnic

অয়ন ঘোষাল : চিংড়িঘাটা পেরিয়ে সায়েন্স সিটির দিকে এগোতেই কলকাতা আস্ত একটা পিকনিক নগরী। ১০ মিটার অন্তর অন্তর দাঁড়িয়ে বাস। কোনওটি বাদুড়িয়া, কোনওটি বারাসত, কোনওটি গাইঘাটা থেকে এসেছে। 

2/5

একুশের কলকাতা পিকনিক নগরী

21 July TMC Picnic

ততক্ষণে মঞ্চে উঠে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাই আর গিয়ে লাভ নেই। অতএব পেট পুজো!   

3/5

একুশের কলকাতা পিকনিক নগরী

21 July TMC Picnic

সব থেকে মনোরম লোকেশন ক্যাপ্টেন ভেড়িতে! বিশাল ঝিলে টলটলে জল। মাথার ওপর মেঘলা আকাশ। বৃষ্টি নেই। গরমও খুব নেই। খুব হাওয়া দিচ্ছে। ব্যাস! 

4/5

একুশের কলকাতা পিকনিক নগরী

21 July TMC Picnic

সার দিয়ে বনভোজনের মুডে দলীয় কর্মী সমর্থকরা। খাওয়া দাওয়া করে আর কি পৌঁছানো যাবে ধর্মতলা? শোনা যাবে দিদির ভাষণ?   

5/5

একুশের কলকাতা পিকনিক নগরী

21 July TMC Picnic

সলাজ হেসে প্রশ্ন এড়ালেন বাদুড়িয়ার পঞ্চায়েত নেত্রী তথা এই ৭৫ জনের টিম লিডার। ওদিকে পাতে পড়ল ভাত, ডাল, ধোঁকার ডালনা, ডিম, চাটনি। সে একেবারে জমজমাট ব্যাপার।