ICC World Cup 2019: ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে, চোটের জন্য ছিটকে গেলেন এনগিডি

| Jun 03, 2019, 22:50 PM IST
1/6

1

বিশ্বকাপে পর পর দুটো ম্যাচে ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা।  

2/6

2

বুধবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তিন নম্বর ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।

3/6

3

বাংলাদেশ ম্যাচে চোট পেয়েছিলেন তাই চার ওভারের বেশি বলও করতে পারেননি। ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে তাই ছিটকে গেলেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি।

4/6

4

হ্যামস্ট্রিংয়ের চোট সারতে অন্তত ১০ দিন সময় লাগবে তাঁর। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকা শিবির।

5/6

5

কাঁধের চোটের জন্য এখনও বিশ্বকাপে মাঠে নামতে পারেননি আর এক প্রোটিয়া পেসার ডেল স্টেইন।

6/6

6

তবে আশার কথা সুস্থ হয়ে উঠছেন হাসিম আমলা।