নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে সাইকো থ্রিলার '১৮ তে ৭২', প্রিমিয়ারে উপস্থিত কলাকুশলীরা

Sep 27, 2021, 13:52 PM IST
1/6

নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে

Naxal Movement

নিজস্ব প্রতিবেদন: নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি নতুন বাংলা ছবি ১৮ তে ৭২। এটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার। ছবির পরিচালক সৌম্য জ্যামি বন্দ্যোপাধ্যায়। পরিচালনার পাশাপাশি এই ছবির মুখ্য চরিত্রেও অভিনয় করছেন তিনি। 

2/6

১৮ তে ৭২

18 te 72

ছবিতে ২০১৮ সালের সঙ্গে ১৯৭২ সালের একটি যোগসূত্র দেখানো হয়েছে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসার অদ্রিশ বর্ধনের স্বপ্নে বারবার উঠে আসে ১৯৭২-অর কলকাতা। হঠাৎই তাঁর স্বপ্নে উঠে আসে আশ্চর্য কিছু দৃশ্যপট। 

3/6

রহস্যে মোড়া

Mystry

এই স্বপ্ন দৃশ্য কি নেহাতই কাকতালীয় নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে কোনও রহস্য, সেই নিয়েই এগিয়েছে ছবির গল্প। 

4/6

মুখ্য চরিত্রে

Characters

সৌম্য ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, সুমা দে, তন্ময় রায়, কৌস্তুভ ঘোষ, শমিক বসু সহ আরও অনেকে।   

5/6

প্রিমিয়ারে

Premiere

সম্প্রতি ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক সহ ছবির কলাকুশলীরা। 

6/6

পরিচালক উবাচ

Director's Note

পরিচালকের মতে এই ছবির মধ্যে দিয়ে নকশাল আন্দোলনে কংগ্রেসের ভূমিকা তুলে ধরেছেন তিনি।