চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হার; প্যারিসজুড়ে তাণ্ডব PSG সমর্থকদের, আটক শতাধিক

Aug 24, 2020, 14:40 PM IST
1/5

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিল পিএসজি। ক্লাবের ৫০ তম বছরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠে প্যারিসের দলটি। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় নেইমার-এমবাপেরা।  

2/5

পিএসজি ইতিহাস গড়ার সাক্ষী হতে লাখো লাখো মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে। কিন্তু শেষ পর্যন্ত বায়ার্ন-এর কাছে ০-১ গোলে হার কোনওভাবেই মেনে নিতে পারছেন না পিএসজি সমর্থকরা।

3/5

তাই লিসবনে ফাইনাল শেষে প্যারিস জুড়ে চলল পিএসজি সমর্থকদের বিক্ষোভ-তাণ্ডব।

4/5

পুলিসের সঙ্গে হাতাহাতি, গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিভিন্ন জায়গায়। দোকানপাট ভাঙচুর, বাড়ির জানালার কাচ ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছে প্যারিসে।

5/5

সব মিলিয়ে প্রায় ১৮০ জনেরও বেশি পিএসজি সমর্থককে আটক করেছে পুলিস। হতাশ হলেও সমর্থকদের এই ধরনের ঘটনাকে কোনওভাবেই সমর্থন করা যায় না বলে জানিয়েছে প্যারিস প্রশাসন।