১০০ বলের ক্রিকেট, জেনে নিন নতুন ফরম্যাটের নিয়ম-কানুন

| Feb 22, 2019, 19:31 PM IST
1/5

১০০ বলের ক্রিকেট

১০০ বলের ক্রিকেট

এতদিন ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাট ছিল ১২০ বলের। এবার আরও ছোট হল ক্রিকেট। শুরু হতে চলেছে ১০০ বলের ক্রিকেট। ইতিমধ্যে ক্রিকেটের এই নতুন ফরম্যাটের নিয়ম-কানুন প্রকাশ করেছে ইংল্যান্ড-ওয়েলস ক্রিকেট বোর্ড। আসুন জেনে নেওয়া যাক ১০০ বলের ক্রিকেটের নিয়ম-কানুন-

2/5

১০০ বলের ক্রিকেট

১০০ বলের ক্রিকেট

প্রতিটি ইনিংস হবে ১০০ বলের।

3/5

১০০ বলের ক্রিকেট

১০০ বলের ক্রিকেট

 প্রতি ১০ বল অন্তর বোলারের প্রান্ত বদল হবে। আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইম-আউট পাবে বোলিং সাইড।

4/5

১০০ বলের ক্রিকেট

১০০ বলের ক্রিকেট

একজন বোলার টানা ৫টি অথবা ১০টি করে বল করতে পারবেন। প্রতি বোলার সর্বোচ্চ ২০টি ডেলিভারি করতে পারবে।

5/5

১০০ বলের ক্রিকেট

১০০ বলের ক্রিকেট

প্রতিটি ইনিংসের শুরুতে পাওয়ার-প্লে হবে ২৫ বলের। পাওয়ার-প্লে চলাকালীন সর্বোচ্চ ২ জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারবেন।