বাস্তুশাস্ত্র মেনে চলার কয়েকটা সহজ উপায় জেনে নিন

May 28, 2021, 16:22 PM IST
1/7

বাড়ি বা অফিসে কোন জিনিস কীভাবে রাখা হবে বা কোথায় রাখা হবে, তার উপর নির্ভর করে ভালো ও খারাপ শক্তি নির্গত হয়। বাস্তুশাস্ত্র এমন এক শিল্প, যার মাধ্যমে এই ভালো ও খারাপ শক্তির মধ্যে সমতা রক্ষা করা যায়। বাসস্থান সংক্রান্ত বিজ্ঞান  বাস্তুশাস্ত্র।

2/7

সন্তানের পড়াশুনার কথা মাথায় রেখেই ঘরের পূর্ব দিকে পড়ার টেবল রাখুন।

3/7

রান্নাঘর আপনার পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  রান্নার গ্যাস আর সিঙ্কের মধ্যে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখুন এতে যেমন বাস্তুও মানা হবে সঙ্গে রান্নাঘর পরিস্কারও থাকবে।

4/7

বেডরুম সবসময়  দক্ষিণ-পশ্চিমে হওয়াই বাঞ্ছনীয়।

5/7

যেকোনও সবুজ ইনডোর প্লান্ট রাখুন ঘরের পূর্ব দিকে, পজিটিভ ভাইবস পাবেন।

6/7

বাস্তুশাস্ত্রবিদদের মতে কল থেকে ক্রমাগত জল পড়তে থাকলে তা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। তাই বাড়িতে কোন জলের কল অপ্রয়োজনে খোলা রাখবেন না। অনেকের স্বভাব থাকে আলমারি খুলে রেখে দেওয়া। সেটা কখনই উচিৎ নয়। টাকা রাখার সিন্দুক বা আলমারি সবসময় বন্ধ রাখা উচিত।

7/7

বাস্তু-শাস্ত্র মতে বাড়ির সদর দরজা শুধুমাত্র প্রবেশ করার এবং বাইরে যাওয়ার পথ নয় বরং বাড়ির মধ্যে শুভ শক্তি আসে তাই সদর দরজা  সবসময় পরিস্কার রাখা উচিত, সম্ভব হলে কাঠের দরজা বানান।