IPL 2023: হাতে ঢাল-তরোয়াল, রণংদেহী মেজাজে ১০ যোদ্ধা ! AI-তে কামাল বাংলার শিল্পীর

Mar 31, 2023, 16:38 PM IST
1/11

হাতে ঢাল-তরোয়াল, রণংদেহী মেজাজে অধিনায়করা! AI-তে কামাল বাংলার শিল্পীর

 10 Captains For IPL 2023 as medieval warriors ai technology does magic

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই পর্দা উঠছে আইপিএল সিক্সটিনের। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স ও এমএস ধোনির চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস দ্বৈরথেই পর্দা উঠছে আইপিএলের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধে সাড়ে সাতটায় শুরু ম্যাচ। আর ম্যাচের ঘণ্টা চারেক আগেই ফের একবার নিজের জাত চিনিয়ে দিলেন বাংলার বছর ছাব্বিশের যুবক সেখ মহম্মদ আবু শাহিদ। সবাই ডাকে তাঁকে শাহিদ নামে। ফেসবুকে এহেন ডিজিটাল ক্রিয়েটর জনপ্রিয় শাহিদ এসকে নামে। গ্রাফিক্স ডিজাইনার এবং ইলাস্ট্রেটর শাহিদকে মাতলেন আইপিএল জ্বরে। এআই প্রযুক্তি ব্যবহার করে রোহিত শর্মা ও এমএস ধোনিদের বানালেন মধ্যযুগের যোদ্ধা! ক্রোড়পতি লিগের ১০ অধিনায়ককের হাতে ব্যাট-বল নয়, তুলে দিলেন ঢাল-তরোয়াল। ৩২ হাজার ফলোয়ার্স থ হয়ে গেলেন শাহিদের এই কাজ দেখে। প্রতিবেদনে রইল শাহিদের চোখে আইপিএলের অধিনায়করা।  

2/11

চেন্নাই সুপার কিংস (এমএস ধোনি)

 CSK (MS DHONI)

৪১ বছরের ধোনির সম্ভবত এটিই শেষ আইপিএল। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। বিশ্বকাপ জয়ী কিংবদন্তির নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। ধোনি চাইবেন পঞ্চমবার এই খেতাব জিততে। জিতেই মধুরেণ সমাপয়েৎ করতে।    

3/11

মুম্বই ইন্ডিয়ান্স (রোহিত শর্মা)

MI (ROHIT SHARMA)

রোহিতও আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক। পাঁচবারের চ্যাম্পিয়ন দলের গত মরসুম গিয়েছিল অত্যন্ত হতশ্রী। রোহিত চাইবেন হিসেব উল্টে দিতে।    

4/11

দিল্লি ক্যাপিটালস (ডেভিড ওয়ার্নার)

DC (DAVID WARNER)

ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের পরিবর্তে এবার ডেভিড ওয়ার্নারের কাঁধে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব।    

5/11

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ফাফ দু প্লেসিস)

RCB (FAF DU PLESIS)

গতবছর বিরাট কোহলি আরসিবি-র ক্যাপ্টেনসি ছেড়ে দেওয়ার পর দলের দায়িত্ব নিয়েছেন প্রোটিয়া তারকা ফাফ দু প্লেসিস।    

6/11

কলকাতা নাইট রাইডার্স (নীতীশ রানা)

 KKR (NITISH RANA)

পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ার। তার খেলা হচ্ছে না আইপিএল। শ্রেয়সের পরিবর্তে এবার কেকেআরের দায়িত্ব নীতীশ রানার কাঁধে।    

7/11

সানরাইজার্স হায়দরাবাদ (আইদেন মারক্রম)

SRH (AIDEN MARKRAM)

কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার অরেঞ্জ আর্মির দায়িত্বে প্রোটিয়া ক্যাপ্টেন আইদেন মারক্রম।    

8/11

পঞ্জাব কিংস (শিখর ধাওয়ান)

PBKS (SIKHAR DHAWAN)

শিখর ধাওয়ানই সামলাবেন প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। গত মরসুমে তিনি ১৪ ইনিংসে ৪৬০ রান করেছিলেন। হয়েছিলেন দলের সর্বোচ্চ স্কোরার।    

9/11

গুজরাত টাইটান্স (হার্দিক পাণ্ডিয়া)

 GT (HARDIK PANDYA)

গতবছর আইপিএল অভিষেক করেই চমকে দেয় গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় তাঁর ফ্র্যাঞ্চাইজি। এবারও তিনিই ক্যাপ্টেন।    

10/11

লখনউ সুপার জায়েন্টস (কেএল রাহুল

LSG (KL RAHUL)

গতবছর আইপিএল অভিষেক করেছিল লখনউ সুপার জায়েন্টসও। রাহুলের নেতৃত্বে দল তিনে শেষ করেছিল। এবার রাহুল চাইবেন আরও ভালো করতে।    

11/11

রাজস্থান রয়্যালস (সঞ্জু স্যামসন)

RR (SANJU SAMSON)

গতবছর সঞ্জুর ক্যাপ্টেনসিতে রাজস্থান আইপিএল ফাইনাল খেলেছিল। এবার সঞ্জু চাইবেন অধরা ট্রফি স্পর্শ করতে।