জাল নোটে ভরপুর, বন্ধ ২০০০ টাকার নোট ছাপা, জানাল কেন্দ্র
Mar 16, 2021, 11:25 AM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: গত ২ বছরে ছাপা হয়নি ২০০০ টাকার নোট। সোমবার এমনটাই প্রকাশ্যে জানাল কেন্দ্র। নোট ছাপা ও বাজারে কত টাকারর নোট রয়েছে এই সমস্তটার হিসেব দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর।
2/6
অর্থমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, ৩০ মার্ট ২০১৮ সাল পর্যন্ত ২,৩৬২ মিলিয়ন ২০০০ টাকার নোট ছাপা হয়েছিল। ২৬ জানুয়ারি পর্যন্ত পাওয়া হিসেবে বাজারে ঘুরছে ২৪৯৯ মিলিয়ন সংখ্যক ২০০০ টাকার নোট।
photos
TRENDING NOW
3/6
জনগণের লেনদেন আরও সহজ করতেই ২০০০ টাকার নোট নিয়ে এসেছিল বর্তমান সরকার। চাহিদা অনুযায়ী আরবিআইয়ের পরামর্শে নতুন করে নোট ছাপানো হয়েছিল। ২০০০ টাকার নোট আগমনে যত সংখ্যক নোট ছাপানো হয়েছিল, তাতে ২০২৯-২০ ও ২০২০-২১ সালে সেই সংখ্যক নোট আর ছাপানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল।
4/6
২০১৬-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের ঘোষণা করে দাবি করেছিলেন, এতে দেশ থেকে কালো টাকার সঙ্গে জাল নোটও মুছে যাবে। কিন্তু, ২০১৮ ও ২০১৯-এ যথাক্রমে ২.৬১ লক্ষ ও ২.১৯ লক্ষ জাল নোট ধরা পড়েছিল।
5/6
জাল নোট ঠেকাতে ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হতে পারে কিনা তা নিয়েওই সন্দেহ গাঢ় করেছেন অর্থমন্ত্রী। কারণ, ২ বছর কেটে গিয়েছে ২০০০ টাকার নোট তৈরির বরাত দেওয়া হয়নি।
6/6
২০১৬ থেকে ১৮ সাল পর্যন্ত ২০০০ টাকার নোট ছাপানোর সংখ্যা ক্রমশ কমে গিয়েছিল।