EXPLAINED | IPL 2025 Auction | Vaibhav Suryavanshi: ১৩ বছর বয়সে ১.১০ কোটি! জহুরি দ্রাবিড় চিনছেন ট্রায়ালে, ভারতের এই বিস্ময় বালক কে?

Vaibhav Suryavanshi: বয়স মাত্র ১৩! নিলামে পেয়েছে ১.১০ কোটি! কেন তাকে নিয়ে এত হইচই?

Nov 26, 2024, 15:24 PM IST
1/5

আইপিএল মেগা নিলাম

 IPL 2025 Auction

সৌদি আরবের জেদ্দায় দু'দিন ধরে হল আইপিএল মেগা নিলাম। ৫৭৪ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির ভাগ্য় নির্ধারণ ছিল। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ছিলেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও ছিলেন। ক্যাপড বিদেশি ১৯৩ ও  আনক্যাপড বিদেশির সংখ্যা ছিল ১২। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড়ও ছিলেন তালিকায়।   

2/5

ইতিহাস লিখল বৈভব সূর্যবংশী

 Vaibhav Suryavanshi Creates History

নিলামে নজর কাড়ল মাত্র ১৩ বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশী। তাঁকে ১.১০ কোটি টাকায় দলে নিয়েছে রাজস্থান রয়্য়ালস। নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম তুলে আগেই ইতিহাস লিখেছিল বৈভব। এবার সবচেয়ে কম বয়সে কোটি টাকার উপর আইপিএল চুক্তি করেও বিহারের সমস্তিপুরের ক্রিকেটার রেকর্ড করল।   

3/5

কেন চর্চায় ১৩ বছরের বৈভব সূর্যবংশী?

Why Vaibhav Suryavanshi Creates Buzz

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হবে সংযুক্ত আরব আমির শাহিতে। সেই দলে রয়েছে বৈভব। চেন্নাইয়ে চারদিনের খেলায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে বিধ্বংসী সেঞ্চুরি করেছে বৈভব। বুঝিয়ে দিয়েছে যে, সে আগামীর তারকা। বাংলাদেশ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারত এ স্কোয়াডেও ছিল বৈভব। এখান থেকেই নির্বাচকরা আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল বেছে নেন।   

4/5

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জি অভিষেক

Ranji Trophy debut as the youngest cricketer

১২ বছর ২৮৪ দিনে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। এলিট গ্রুপ বি ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে পাটনায় খেলেছিল বৈভব। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ইতিহাস লিখেছে সে। বিহারের হয়ে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জি খেলেও চমকে দিয়েছে বৈভব। বিহারের হয়ে রঞ্জি ছাড়াও কোচবিহার ট্রফি, ভিনু মাকঁড় ট্রফিতেও খেলেছে বৈভব। চলতি বছর সেপ্টেম্বরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে, যুব টেস্টে চেন্নাইয়ে অভিষেক হয় বৈভবের। অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে শতরান (৬২ বলে ১০৪) করে সে। মনেই করা হয়েছিল যে, বৈভবের আইপিএল টিম পাওয়া শুধু সময়ের অপেক্ষা। আর সেটাই হল।

5/5

বৈভবে মোহিত রাহুল দ্রাবিড়

Rahul Dravid On Vaibhav Suryavanshi

নিলামে ছিলেন রাজস্থানের হেড কোচ রাহুল দ্রাবিড়। বৈভবে মোহিত তিনিও। বলেন, 'আমার মনে হয় বৈভব সত্যিই দারুণ স্কিলফুল। আমরা ভেবেছিলাম যে ও রাজস্থানে ভাল পরিবেশ বেড়ে উঠতে পারবে। বৈভব সবে আমাদের ট্রায়ালে এসেছে এবং ওর মধ্য়ে যা দেখেছি তাতে আমরা সত্যিই খুশি।'