Age Limit তুলে দিন, Vaccine-প্রশ্নে মোদীকে চিঠি কেজরিওয়ালের
এবার দিল্লির মুখ্যমন্ত্রী করোনা ভ্যাকসিন-প্রশ্নে চিঠি লিখলেন স্বয়ং প্রধানমন্ত্রীকে।
নিজস্ব প্রতিবেদন: এবার দিল্লির মুখ্যমন্ত্রী করোনা ভ্যাকসিন-প্রশ্নে চিঠি লিখলেন স্বয়ং প্রধানমন্ত্রীকে।
PM Modi-কে চিঠি লিখলেন Delhi CM Arvind Kejriwal। বললেন, বয়সের বিচার না করেই সকলকে টিকা (Covid vaccine) দেওয়া হোক। চিঠিতে অরবিন্দ লেখেন, 'যদি বয়সের শর্ত তুলে দেওয়া হয়, তা হলে দিল্লি তিন মাসের মধ্যেই রাজ্যের সমস্ত সাধারণ মানুষের কাছে টিকা পৌঁছে দিতে পারবে।'
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত লক্ষাধিক, পশ্চিমবঙ্গে ১,৯৫৭
রবিবার দিল্লিতে (Delhi) নতুন করে ৪,০৩৩ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ২১ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে এর ফলে মোট আক্রান্তের সংখ্যাও পৌঁছে গিয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার ৪১৪-য়। রবিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৮১ জনের। এই পরিস্থিতিতে কেজরিওয়ালের মন্তব্য, 'করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকার (central govt) আগাগোড়া দিল্লিকে সাহায্য করেছে। আমরা মনে করি, দিল্লি সরকারের দেওয়া এই পরামর্শ মেনে চললে করোনার বিরুদ্ধে আরও ভাল ভাবে লড়াই করা যাবে।'
প্রসঙ্গত, জানা গিয়েছে, নতুন করে ভয়াল হয়ে ওঠা এই কোভিড সংক্রমণ রুখতে ছোট-ছোট করে 'কন্টেনমেন্ট জোন' তৈরির কথা ভাবছে দিল্লি সরকার। পাশাপাশি, যাঁরা করোনার সঙ্গে লড়ে সুস্থ আছেন তাঁদের প্লাজমা দান করার অনুরোধও করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ সুস্থতার চেয়ে অনেক বেশি, মৃত ৪৪৬