সাফল্য ১০০% , MS Dhoni'র রেকর্ড ছুঁলেন নেতা Rahane

বিরাট যে ভুল বলেননি সেটাই মেলবোর্নে প্রমান করলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 29, 2020, 01:05 PM IST
 সাফল্য ১০০% , MS Dhoni'র রেকর্ড ছুঁলেন নেতা Rahane
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) শুরুর আগে ক্যাপ্টেন কোহলি (Virat Kohli)।  বলেছিলেন, তাঁর অনুপস্থিতিতে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। অ্যাডিলেডে লজ্জার হারের পর অজিদের বিরুদ্ধে সিরিজের বাকি তিন টেস্টে অজিঙ্কে রাহানের (Ajinkya Rahane) উপর গুরুদায়িত্ব দিয়ে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট যে ভুল বলেননি সেটাই মেলবোর্নে প্রমান করলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে।  মেলবোর্নে (MCG) প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। ম্যাচের সেরাও হন। মেলবোর্নে (MCG) অস্ট্রেলিয়াকে হারিয়ে অনন্য নজির গড়লেন নেতা রাহানে (Ajinkya Rahane)।

 

ভারত অধিনায়ক হিসেবে টেস্টে একশো শতাংশ সাফল্য অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane)। তিন টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে তিনটি টেস্টই জিতেছেন রাহানে (Ajinkya Rahane)। মেলবোর্নে ৮ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। এর আগে দুটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে (Ajinkya Rahane)। একটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অন্যটি আফগানিস্তানের বিরুদ্ধে। দুটি টেস্টেই জিতেছিলেন তিনি। অর্থাৎ টেস্ট অধিনায়ক হিসাবে একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখলেন তিনি। এবার অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচ দু'টিতেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে (Ajinkya Rahane)।

আরও পড়ুন-  Boxing Day Test: অ্যাডিলেডের অন্ধকার সরিয়ে মেলবোর্নে দুরন্ত জয় Team Indiaর

মেলবোর্নে (MCG) টেস্ট জিতে রাহানে ছুঁয়ে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। ২০০৮ সালে অনিল কুম্বলের হাত থেকে নেতৃত্বের ব্যাটন ধরেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। দায়িত্ব নেওয়ার পরেই প্রথম তিনটি টেস্ট জিতেছিলেন ধোনির টিম ইন্ডিয়া। রাহানেও (Ajinkya Rahane) অধিনায়ক হিসেবে তিনটি টেস্ট জিতে নিয়েছেন।

আরও পড়ুন- ক্যাপ্টেন Rahane-র নেতৃত্বে Team India-র জয়, পিতৃত্বকালীন ছুটিতে থাকা Kohli-র টুইট

.