শুভেন্দু এলে বিজেপির লাভ, ওঁর সঙ্গে ভোটব্যাঙ্কও আসবে: মুকুল

Dec 02, 2020, 15:48 PM IST
1/5

অঞ্জন রায়: 'শুভেন্দু এখনও তৃণমূলের বিধায়ক। তৃণমূল ছেড়ে বেরিয়ে এলে বিজেপিতে এলে স্বাগত।' শুভেন্দুর অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর অব্যাহত। আর এরই মাঝে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়।   

2/5

এ দিন শুভেন্দু প্রসঙ্গে তিনি বলেন, 'শুভেন্দু গণআন্দোলনের নেতা। ও যদি রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তাহলে বিজেপিতে স্বাগত। শুভেন্দু যে দলে আছে সেই দলের লোকেদের সঙ্গে কথা বলেছে, দল নজর রেখেছে।'    

3/5

সৌগত প্রসঙ্গে, 'বয়স হয়ে গেলে অনেক কিছু ভুলে যান। তৃণমূল বলে এখন কিছু নেই। যে যার নিজের মতো চলে। কর্মী স্বেচ্ছাসেবক ও দলীয় নেতৃত্বের মধ্যে পার্থক্য আছে। শুভেন্দু এলে বিজেপির পক্ষে লাভজনক হবে। আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি। শুভেন্দু এলে ভোট ব্যাঙ্ক সঙ্গে আসবে। এতেই লাভ হবে বিজেপির।       

4/5

মুকুলের আরও সংযোজন, পিকে কে? পিকের অবস্থান কি? শুভেন্দু এখন আমার ছোট ভাই। যখন সহ সভাপতি হয়েছিলাম ও শুভেচ্ছা জানিয়েছিল। ওদের পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক।    

5/5

মমতার বক্তৃতা বাতিল প্রসঙ্গে এ বিষয়ে মুখ খুলেননি মুকুল। তাঁর কথায়, যারা বাতিল করেছে, তারাই সবচেয়ে ভাল বলতে পারবে।