আইপিএলে রাতারাতি নায়ক তেওয়াটিয়া, ১ ওভারে মারলেন ৫টি ছয়

টুইটে বীরু লেখেন, " হিরো কখনও জন্মায় না। হিরো তৈরি হয়। তেওয়াটিয়ার মধ্যে মাতা ভর করেছে।"

Updated By: Sep 28, 2020, 07:30 AM IST
আইপিএলে রাতারাতি নায়ক তেওয়াটিয়া, ১ ওভারে মারলেন ৫টি ছয়

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে রাতারাতি হিরো বনে গেলেন রাহুল তেওয়াটিয়া। হেরে যাওয়া ম্যাচ একার কাঁধে জিতিয়েছেন তিনি। ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা ফের একবার প্রমাণ করলেন রাহুল তেওয়াটিয়া। শেল্ডন কটরেলের এক ওভারে ৫টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার। একটা সময় ১৯ বলে মাত্র ৮ রানে ব্যাট করছিলেন তেওয়াটিয়া। পরের ১০টি বলে ৭টি ছক্কা হাঁকিয়ে ম্যাচের রংই পাল্টে দেন ২৭ বছরের এই ক্রিকেটার।

 

আরও পড়ুন- বিপুল রান তাড়া করে পঞ্জাবকে ৪ উইকেটে হারাল রাজস্থান

 

তেওয়াটিয়ার এই বিধ্বংসী ইনিংস দেখার পরই টুইট করেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাহুল তেওয়াটিয়ার প্রশংসা করেন সেওয়াগ। টুইটে বীরু লেখেন, " হিরো কখনও জন্মায় না। হিরো তৈরি হয়। তেওয়াটিয়ার মধ্যে মাতা ভর করেছে। ক্রিকেট যেন জীবনের মতোই। মুহুর্তেই পাল্টে যায়। নিজেকে কখনও হারতে দিও না। নিজের ক্ষমতায় যদি বিশ্বাস থাকে, তাহলে যারা আঙুল তোলে তারাও হাততালি দিতে শুরু করবে। " 

আরও পড়ুন- মোদী যতদিন ক্ষমতায় রয়েছেন ততদিন ভারত-পাক ক্রিকেট সম্ভব নয়, ফের বিতর্কিত মন্তব্য আফ্রিদির

 

রবিবার রাতে রাজস্থান রয়্যালস যেভাবে ২২৪ রান তাড়া করে জিতল তার পিছনে রাহুল তেওয়াটিয়ার বিধ্বংসী ইনিংস ছাড়াও অবদান রয়েছে সঞ্জু স্যামসন আর স্টিভ স্মিথের। এমনকি তেওয়াটিয়া আউট হয়ে যাওয়ার পর জোফ্রা আর্চার ক্রিজে নেমেও ৩ বলে অপরাজিত ১৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান। যার মধ্যে আবার ২টি ছক্কা। দলগত পারফরম্যান্সেই কঠিন ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস। তবে স্যামসন, স্মিথদের অবদানকে ছাপিয়েও রাতারাতি নায়ক বনে গিয়েছেন রাহুল তেওয়াটিয়া। ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসের নায়ক বলেন, "এখন ভালো লাগছে। প্রথম ২০ টা বল ছিল আমার জীবনের সবচেয়ে জঘন্যতম। আমি নেট সেশনে অনেক ভালো খেলছিলাম। তাই আমার নিজের উপর বিশ্বাস ছিল।"

.