মোদীর ডাকে সাড়া দিয়ে সচিন, ধাওয়ানের #SelfieWithDaughter
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর #SelfieWithDaughter ক্যাম্পেনে সাড়া দিয়ে মেয়ের সঙ্গে সেলফি পোস্ট করলেন সচিন তেন্ডুলকর। নিজের অফিশিয়াল টুইটার ও ফেসবুক পেজে সেলফি পোস্ট করেছেন সচিন।
ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর #SelfieWithDaughter ক্যাম্পেনে সাড়া দিয়ে মেয়ের সঙ্গে সেলফি পোস্ট করলেন সচিন তেন্ডুলকর। নিজের অফিশিয়াল টুইটার ও ফেসবুক পেজে সেলফি পোস্ট করেছেন সচিন।
ছবি পোস্ট করে সচিন লিখেছেন, আমার মেয়ে সারার সঙ্গে সেলফি #বেটিবাচাও(Selfie with my daughter Sara #BetiBachao)।
কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে নরেন্দ্র মোদীর 'বেটি বাচাও, বেটি পড়াও যোজনা' -র সমর্থন উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মেয়ের সঙ্গে সেলফি পোস্ট করেছেন অনেকেই। সচিনের পাশাপাশি পিছিয়ে নেই শিখর ধাওয়ানও। দুই মেয়ে রিয়া ও আলিয়ার সঙ্গে ছবি টুইট করেছেন তিনিও।
লিখেছেন ড্যাডি'স গার্লস#সেলফিউইথডটার(Daddy's Girls#SelfieWithDaughter)।