ZEE News Maha Exit Poll 2019: মহারাষ্ট্র ও হরিয়ানায় ফের উড়ছে গেরুয়া নিশান, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়
২৮৮ অসনের মহারাষ্ট্রে ফের বিজেপি - শিবসেনার জোট সরকার ফিরবে বলে পূর্বাভাস দিয়েছে এগজিট পোল। ZEE মহা Exit Poll-এর হিসাব বলছে, মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি-শিবসেনা জোট পেতে পারে ২০৩টি আসন, কংগ্রেস জোট ৭০টি ও অন্যান্যরা ১৫টি আসন পেতে পারে।
নিজস্ব প্রতিবেদন: হরিয়ানা (Haryana Assembly Elections Voting 2019) ও মহারাষ্ট্র (Maharashtra Assembly Elections 2019) ভোটগ্রহণ শেষ হতেই প্রকাশিত হল এগজিট পোল। আর তাতে বিরোধীদের থেকে কয়েক যোজন এগিয়ে বিজেপি। দুই রাজ্যেই বিজেপির ক্ষমতায় ফেরা নিশ্চিত করেছেন ভোট পণ্ডিতরা। বৃহস্পতিবার প্রকাশিত হবে ভোটের ফল।
LIVE TV
মহারাষ্ট্র
২৮৮ অসনের মহারাষ্ট্রে ফের বিজেপি - শিবসেনার জোট সরকার ফিরবে বলে পূর্বাভাস দিয়েছে এগজিট পোল। ZEE মহা Exit Poll-এর হিসাব বলছে, মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি-শিবসেনা জোট পেতে পারে ২০৩টি আসন, কংগ্রেস জোট ৭০টি ও অন্যান্যরা ১৫টি আসন পেতে পারে।
ABP-C Voter-এর সমীক্ষা অনুসারে মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে বিজেপি - শিবসেনা জোট পেতে পারে ২০৪টি আসন, কংগ্রেস ৬৯টি আসন ও অন্যান্যরা ১৫টি আসন পেতে পারে।
R ভারত - জন কী বাতের সমীক্ষা অনুসারে বিজেপি জোট ২২৩টি আসন, কংগ্রেস জোট ৫৫টি আসন পেতে পারে। অন্যান্যরা কোনও আসন পাবে না।
আজতক - Talk Axis-এর সমীক্ষা অনুসারে বিজেপি-শিবসেনা জোট ১৮০, কংগ্রেস জোট ৮১ ও অন্যান্যরা ২৭টি আসন পেতে পারে। News18-IPSOS-এর সমীক্ষা অনুসারে বিজেপি জোট ২৪৩, কংগ্রেস জোট ৪১টি ও অন্যান্যরা ৩টি আসন পেতে পারে।
হরিয়ানা
৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপি এবার ৭৫ আসন পার করার ডাক দিয়েছে। এগজিট পোলের আভাস অনুসারে ৭০ আসন পার করে যাবে তারা। হরিয়ানায় পার্টিকে ক্ষমতায় ফেরাতে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার ওপর দায়িত্ব দিয়েছিল কংগ্রেস। যার ফলে কংগ্রেস নেতা অশোর তবর পার্টি ছাড়েন। ওদিকে রাজ্যের অন্য দল ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলেও বিবাদের জেরে ভোটের আগে ওমপ্রকাশ চৌতালার ছেলে দুষ্মন্ত চৌতালা আলাদা দল বানান।
হরিয়ানায় এগজিট পোলের আভাস
R ভারত - জন কি বাত-এর আভাস অনুসারে সেরাজ্যে বিজেপি থামতে পারে ৫৮ আসনে। কংগ্রেস ১৭টি আসন ও অন্য দলগুলি ১৫টি আসন পেতে পারে।
ABP - C Voter এর Exit Poll অনুসারে বিজেপি হরিয়ানায় পেতে পারে ৭২টি আসন। কংগ্রেস ৮টি ও অ্যরা ১০টি আসন পেতে পারে।
News18-IPSOS-এর পূর্বাভাস অনুসারে বিজেপি ৭৫টি আসন, কংগ্রেস ১০টি আসন পেতে পারে। অন্যরা পেতে পারে ৫টি আসন।