Zee India Conclave: ২০১৯ শেষ ইনিংস নয়, বাংলা-ওডিশা বাকি: অমিত শাহ

উপনির্বাচনে হারের পর প্রভাবিত নন অমিত শাহ।বরং জানিয়েদিলেন, এবার কর্ণাটকে আসছে বিজেপি সরকার।    

Updated By: Mar 17, 2018, 08:32 PM IST
Zee India Conclave: ২০১৯ শেষ ইনিংস নয়, বাংলা-ওডিশা বাকি: অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন: বিরোধীরা বিজেপির বিরুদ্ধে এককাট্টা হচ্ছে, অথচ এনিয়ে বিন্দুমাত্র ভাবিতই নন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। #ZeeIndiaConclave-এ আত্মবিশ্বাসী অমিত শাহ বুঝিয়ে দিলেন, ২০১৯ সাল শেষ ইনিংস হবে না। কর্ণাটকেও আসছে তাঁর দল। একইসঙ্গে মনে করিয়ে দিলেন, উত্তর-পূর্ব বিজয় সারা। এবার বাকি পশ্চিমবঙ্গ ও ওডিশা। 

জি নিউজের প্রধান সম্পাদক সুধীর চৌধুরীর প্রশ্নে অমিতের জবাব, ''২১ তম রাজ্য হিসেবে কর্ণাটক জয় করবে বিজেপি। আমরা জয়ে অভ্যস্ত হইনি। সবে জিততে শুরু করেছি। জয়ের আনন্দে আত্মহারা হলে চলবে না। এটা আমাদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। ২০১৯ সালে ক্ষমতায় ফিরে আসতে পরিশ্রম চালিয়ে যাব।''  

গোরক্ষপুর ও ফুলপুরে সপা-বসপার আঁতাঁত কেড়ে নিয়েছে বিজেপির জেতা আসন। ২০১৯ সালে বিজেপিকে ঠেকাতে বৃহত্তর জোট গড়ার পরিকল্পনা করছে বিরোধীরা। বিরোধী শিবিরের এই তত্পরতা নিয়ে অমিত শাহ বলেন, ''একটা সময়ে ইন্দিরা বনাম বাকিরা ছিল। এখনও মোদী বনাম বিরোধীরা।''        

আরও পড়ুন- Zee India Conclave: হারের পর ধাক্কা খেয়েছে 'যোগী ব্র্যান্ড', স্বীকারোক্তি আদিত্যনাথের
   
রাহুল গান্ধীর দলকে খোঁচা দিয়ে অমিত বলেন, ''দেশভাগের জন্য দায়ী কংগ্রেস। ১১টা রাজ্য হারিয়ে ১১টা ভোট জয়ের আনন্দ করছে এই দল।'' উত্তরপ্রদেশে উপনির্বাচন হারলেও যোগী আদিত্যনাথের কাজে খুশি অমিত শাহ। তিনি বলেন, ''যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুবিধা তৃণমূলস্তরের মানুষের কাছে পৌঁছচ্ছে। দারুণ কাজ করেছে যোগী সরকার। দেশের মধ্যে কাজের নিরিখে এটা অন্যতম সেরা সরকার।''  
 
ভবিষ্যতের পরিকল্পনা কী? অমিত শাহ বলেন, ''উত্তর-পূর্ব জয় করে ফেলেছি। ওডিশা, পশ্চিমবঙ্গ বাকি রয়েছে। চন্দ্রবাবু নাইডুও আমাদের জন্য অন্ধ্রপ্রদেশ জয়ের রাস্তা খুলে দিলেন।''         

আরও পড়ুন- Zee India Enclave: ২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরব: রবিশঙ্কর প্রসাদ

.