Tripura:'পাঙ্গা নিলে Mamata চাঙ্গা হয়, এখানেও খেলা হবে', ত্রিপুরায় বার্তা Sayani-র

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় যুব সংগঠনকে ঢেলে সাজাতে এবার সেখানে গেলেন রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। সোমবার সকালে সেখানে পৌঁছে বিজেপিকে তোপ দাগেন তিনি। ২০২৩-এ বিপ্লব দেবের রাজ্যে যে থাবা বসাতে চলেছে তৃণমূল, তা স্পষ্ট ভাষায় জানান একুশের বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী।

সায়নী ঘোষ বলেন, "এর আগে যুবরা এসেছে। মা ত্রিপুরেশ্বরীর কাছে আজ আমি এলাম। আসতে তো হবেই। এখানে তৃণমূলের সংগঠন হবে। খেলা হবে।" অভিযোগ, ত্রিপুরায় সাংগঠনিক কাজ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহাকে। সেই প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নেন সায়নী ঘোষ। তিনি বলেন, "বিজেপি যত বেশি আক্রমণ করবে, মানুষ তত ওদের থেকে সরে যাবে। এটা বাংলাতেও হয়েছে। ত্রিপুরাতেও হবে। ত্রিপুরাবাসীর কাছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। তাঁরা সঠিক সিদ্ধান্ত নেবেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে পাঙ্গা নিলে, উনি আরও বেশি চাঙ্গা হন। তৃণমূলকে এভাবে আটকানো যাবে না।"

আরও পড়ুন: Congress: কংগ্রেস ছাড়লেন প্রাক্তন সাংসদ Sushmita Dev, যোগ দিতে পারেন তৃণমূলে

আরও পড়ুন: Khela Hobe Diwas: Prasun-এর জাগলিং, বলে শট Santanu-র, Tripura-য় তৃণমূলের 'খেলা'

২০২৩-এ ত্রিপুরায় সরকার গঠনের কথা ঘোষণা করেছে তৃণমূল। সেই লক্ষ্যে প্রায় প্রতিদিনই সেখানে যাচ্ছেন শাসকদলের শীর্ষ নেতা, মন্ত্রী, সাংসদরা। ইতিমধ্যে সেখানে গিয়ে সাংগঠনিক কাজকর্ম দেখে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপধ্যায়। অভিযোগ, সেখানে গিয়ে আক্রান্ত হতে হয়েছে শাসকদলের সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দারদের। বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল। বিজেপি সরকারকে উপড়ে ফেলার চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের পর, সোমবার ত্রিপুরার বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে 'খেলা হবে দিবস'।

English Title: 
Youth TMC President Sayani Ghosh goes to Tripura
News Source: 
Home Title: 

Tripura:'পাঙ্গা নিলে Mamata চাঙ্গা হয়, এখানেও খেলা হবে', ত্রিপুরায় বার্তা Sayani-র

 Tripura:'পাঙ্গা নিলে Mamata চাঙ্গা হয়, এখানেও খেলা হবে', ত্রিপুরায় বার্তা Sayani-র
Yes
Is Blog?: 
No
Section: