প্রয়াগে পুণ্যস্নান সারলেন সপার্ষদ যোগী আদিত্যনাথ, দেখুন ভিডিয়ো
গঙ্গাস্নান সেরে মন্ত্রীদের নিয়ে ‘উরি’ সিনেমা দেখার পরিকল্পনা করেন যোগী আদিত্যনাথ। সেনার সার্জিক্যাল স্ট্রাইকের উপর তৈরি ভিকি কৌশল অভিনীত এই সিনেমাকে করমুক্ত ঘোষণা করেছে যোগী সরকার
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনে বৈতরণী পার করতেই প্রয়াগে ডুব দিলেন সপার্ষদ যোগী আদিত্যনাথ! কংগ্রেসের এমন কটাক্ষ শোনা গেলেও, বিরোধীরা এ কথা আবভাবে মেনে নিচ্ছেন- অর্ধকুম্ভকে পূর্ণকুম্ভে রূপ দেওয়ার সত্যিই ‘দুঃসাহস’ দেখিয়েছেন যোগী। মঙ্গলবার, দেখা গেল গোটা মন্ত্রিসভা নিয়ে প্রয়াগ সঙ্গমে পুণ্যস্নান সারলেন যোগী আদিত্যনাথ। যোগী তো বটেই সব মন্ত্রীরা খালি গায়ে মহাসমরোহে স্নান করলেন গঙ্গায়।
আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসে স্কুল ছাত্রীদের নাচের অনুষ্ঠানে টাকা ওড়ালেন কনস্টেবল! দেখুন ভিডিয়ো
#WATCH Prayagraj: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath and other leaders take holy dip at #KumbhaMela2019 pic.twitter.com/srZmBhgh5P
— ANI UP (@ANINewsUP) January 29, 2019
আরও পড়ুন- কাল সমালোচনা, আজ আলোচনা! পর্রীকরের শারীরিক অবস্থার খোঁজ নিতে সৌজন্য সাক্ষাত রাহুলের
আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর প্রদেশ এখন সরগরম। এক দিকে কংগ্রেসকে বাদ দিয়ে ৮০টি আসনে লড়ছে অখিলেশ-মায়াবতীর জোট। কংগ্রেসও প্রিয়ঙ্কাকে ভোটের ময়দানে নামিয়ে ট্রাম্প কার্ড দেখিয়েছে। শুধু অমেঠি ও রায়বেরেলি কেন্দ্র নয় গোটা উত্তর প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পথে এগোতে চাইছে কংগ্রেস। পূর্ব উত্তরপ্রদেশে দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়ঙ্কাকে।
এ দিকে পাল্লা দিয়ে ভোটের জমি শক্ত করছে ক্ষমতাসীন বিজেপিও। রামমন্দির নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে যোগীর দল। মঙ্গলবার, অযোধ্যা মামলার অবিতর্কিত জমির উপর সুপ্রিম কোর্টে স্থিতাবস্থা তোলার আর্জি জানিয়ে কেন্দ্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুম্ভকেও ভোটের ময়দানে কৌশলে কাজে লাগানো হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনসমাগম হওয়া কুম্ভে এ বারে প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা খরচ করেছে যোগী সরকার।