লখনউয়ে মোদী-যোগ, ভারত সহ ১৮০টি দেশে পালিত হল যোগ দিবস

লখনউয়ে বৃষ্টির মধ্যেই ৫০ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করলেন নরেন্দ্র মোদী। যোগকে জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানালেন তিনি। দেশের নানা প্রান্তে নেতা-মন্ত্রীরা সামিল হলেন যোগচর্চায়। লাগল প্রতিবাদের রঙও। ভোপাল-সহ বিভিন্ন জায়গায় প্রতীকী শবাসনে সামিল হলেন কৃষকরা। 

Updated By: Jun 21, 2017, 05:12 PM IST
লখনউয়ে মোদী-যোগ, ভারত সহ ১৮০টি দেশে পালিত হল যোগ দিবস

ওয়েব ডেস্ক: লখনউয়ে বৃষ্টির মধ্যেই ৫০ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করলেন নরেন্দ্র মোদী। যোগকে জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানালেন তিনি। দেশের নানা প্রান্তে নেতা-মন্ত্রীরা সামিল হলেন যোগচর্চায়। লাগল প্রতিবাদের রঙও। ভোপাল-সহ বিভিন্ন জায়গায় প্রতীকী শবাসনে সামিল হলেন কৃষকরা। 

বৃষ্টির মধ্যেই তৃতীয় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ জয়ের পর লখনউয়ে যোগচর্চা করলেন তিনি। আম্বেদকর ময়দানে যোগাভ্যাসে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। নিজের রাজ্যে আমেদাবাদে বাবা রামদেবের নজরদারিতে প্রাণায়ম-আসন করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। 

সময় ভাল যাচ্ছে না শিবরাজ সিং চৌহানের। ভোপালে যোগচর্চায় হালকা হওয়ার চেষ্টায় তিনি। শিবরাজ যখন যোগাসনে তখন শবাসনে প্রতিবাদে সামিল হলেন কৃষকরা। যোগ দিবসে দেশের বিভিন্ন জায়গায় যোগাসন করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সামিল হন বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। দিল্লিতে যোগাভ্যাস করেন NDA-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ। অংশ নেন অরবিন্দ কেজরিওয়ালও। 

লাদাখে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যোগাসন করলেন ITBP-র জওয়ানরা। রণতরীতেও পালিত হল যোগ দিবস। মুম্বইয়ে INS বিরাটের ডেকে যোগাসন করলেন নৌসেনা কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। INS বিক্রমাদিত্যেও পালিত হল যোগ দিবস।  বাংলাদেশ থেকে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতর। যোগ দিবস পালিত হল বিশ্বের ১৮০টি দেশে।  আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে আলোয় সাজানো হয়েছে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতর। 

.