ভালো আছেন ইমন, ওজন ঝরল ১৪০ কেজি

ভারতে আসা ইস্তক ১৪০ কিলোগ্রাম ওজন কমল ইমন আহমেদের। ৫০০ কিলোগ্রাম থেকে বর্তমানে তাঁর ওজন কমে দাঁড়িয়েছে ৩৫৮ কিলোগ্রামে। বর্তমানে তিনি মুম্বইয়ের সাইফি হাসপাতালে চিকিত্‍সাধীন।

Updated By: Mar 19, 2017, 11:14 AM IST
ভালো আছেন ইমন, ওজন ঝরল ১৪০ কেজি

ওয়েব ডেস্ক : ভারতে আসা ইস্তক ১৪০ কিলোগ্রাম ওজন কমল ইমন আহমেদের। ৫০০ কিলোগ্রাম থেকে বর্তমানে তাঁর ওজন কমে দাঁড়িয়েছে ৩৫৮ কিলোগ্রামে। বর্তমানে তিনি মুম্বইয়ের সাইফি হাসপাতালে চিকিত্‍সাধীন।

আরও পড়ুন- ১২ দিনে বিশ্বের সবচেয়ে মোটা মহিলার ওজন ঝরল ৫০ কেজি

গত কয়েকমাস ধরে মিশরের বাসিন্দা ইমন আহমেদকে নিয়ে চলছে আলোচনা। এখনও পর্যন্ত রেকর্ড অনুসারে বিশ্বের সবথেকে বেশি ওজনের অধিকারি ইমন। অবিলম্বে তাঁকে অপারেশন করে ওজন কমানো দরকার বলে জানিয়ে দেন চিকিত্‍সকরা। সেই অনুসারে তাঁকে বিশেষ বিমানে করে ভারতে আনা হয় চলতি বছরের ১১-ই ফেব্রুয়ারি। শুরু হয় চিকিত্‍সা। হয় কয়েকটি অপারেশনও।

ইমনকে এখন দু'ঘণ্টা পর পর তরল খাওয়ার দেওয়া হচ্ছে। প্রতিদিন তাঁর শরীরে ১৮০০ ক্যালোরির শক্তি প্রবেশ করছে। চিকিত্‍সকরা জানিয়েছেন, এভাবে চলতে থাকলে ইমনকে নিয়ে সমস্যা অনেকটাই কমবে। তবে, তাঁর ইউরিক অ্যাসিডের মাত্রাটাই এখনও ভাবাচ্ছে চিকিত্‍সকদের।

.