কাজের জায়গায় শৌচালয় নেই, তাই জল খান না মহিলা পুলিসকর্মীরা, বলছে সমীক্ষা
সমাজের সব স্তরে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে নানা পদক্ষেপ করা হচ্ছে। দেশ জুড়ে স্বচ্ছ ভারতের ডাকও দেওয়া হচ্ছে। কিন্তু সেই দেশেই মহিলাদের এক জ্বলন্ত সমস্যা।
Updated By: Feb 9, 2016, 12:12 PM IST
ওয়েব ডেস্ক: সমাজের সব স্তরে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে নানা পদক্ষেপ করা হচ্ছে। দেশ জুড়ে স্বচ্ছ ভারতের ডাকও দেওয়া হচ্ছে। কিন্তু সেই দেশেই মহিলাদের এক জ্বলন্ত সমস্যা।
সমীক্ষায় দেখা গেল এক মহিলাকর্মী বলছেন, কাজের জায়গায় তাদের জন্য আলাদা করে শৌচালয় নেই, তাই তিনি অনেক সময় বাধ্য হয়েই ঘণ্টার পর ঘণ্টা তৃষ্ণার্ত থাকতেন। শুধু তাই নয় মহিলা পুলিস কর্মীদের অনেক সময় বাধ্য হয়েই পুরুষ পুলিসদের জন্য তৈরি হওয়া সুরক্ষাকবচ বা বডি প্রোটেকশন পরতে হয় যাতে খুব সমস্যায় পড়তে হয়। এই সমীক্ষাটি চালানো হয় মহিলা পুলিস কর্মীদের ওপর। দেখা যাচ্ছে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে মহিলা কর্মীদের।
Tags: