রক্তমাখা স্যানিটারি প্যাড নিয়ে বন্ধুর বাড়ি যান না কি? সবরীমালা ইস্যুতে মন্তব্য স্মৃতির

মজার কথা হল, তাঁর প্রাগৈতিহাসিক এই মানসিকতাপোষিত এই মন্তব্য করার জন্য স্মৃতি বেছে নেন মুম্বইয়ে ব্রিটিস ডেপুটি হাই কমিশন আয়োজিত ইয়ং থিংকারস কনফারেন্সকে। একই সঙ্গে সবরীমালা নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকার করে স্মৃতি ইরানি বলেন, বিষয়টি নিয়ে আদালতের রায় রয়েছে।

Updated By: Oct 23, 2018, 06:41 PM IST
রক্তমাখা স্যানিটারি প্যাড নিয়ে বন্ধুর বাড়ি যান না কি? সবরীমালা ইস্যুতে মন্তব্য স্মৃতির

নিজস্ব প্রতিবেদন: সবরীমালায় মহিলাদের প্রবেশ নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন তিনি বলেন, 'পুজো করার অধিকার সবার আছে। কিন্তু তাই বলে কেউ মন্দির অপবিত্র করতে পারে না।' প্রশ্ন উঠছে, একজন মহিলা হয়ে মহিলাদের মন্দিরে প্রবেশকে কী করে 'অপবিত্র' আখ্যা দিতে পারেন একজন কেন্দ্রীয় মন্ত্রী। 

এদিন স্মৃতি প্রশ্ন করেন, 'সাধারণ বুদ্ধি থেকে বলুন, কেউ কি বন্ধুর বাড়িতে রক্তমাখা স্যানিটারি ন্যাপকিন নিয়ে যায়? যায় না তো? ঈশ্বরের বাড়িতে যাওয়ার সময়ও আমাদের তেমনই শ্রদ্ধাশীল থাকা উচিত।' তবে এই মন্তব্য তাঁর ব্যক্তিগত বলেও উল্লেখ করেন স্মৃতি। 

রাকেশ আস্থানাকে গ্রেফতার করা যাবে না সোমবার পর্যন্ত, জানাল আদালত

মজার কথা হল, তাঁর প্রাগৈতিহাসিক এই মানসিকতাপোষিত এই মন্তব্য করার জন্য স্মৃতি বেছে নেন মুম্বইয়ে ব্রিটিস ডেপুটি হাই কমিশন আয়োজিত ইয়ং থিংকারস কনফারেন্সকে। একই সঙ্গে সবরীমালা নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকার করে স্মৃতি ইরানি বলেন, বিষয়টি নিয়ে আদালতের রায় রয়েছে।

 

এদিন এক প্রশ্নের উত্তরে স্মৃতি বলেন, আমি হিন্দু হলেও বিয়ে হয়েছে একজন পার্শির সঙ্গে। আমার সন্তানরা পার্শি আস্থায় বড় হয়েছে। তারা যখন বাবার হাত ধরে পার্শি মন্দিরে যায় তখন আমি বাইরে দাঁড়িয়ে থাকি বা গাড়িতে বসে অপেক্ষা করি। কারণ পার্শি মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। 

সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে সম্প্রতি তুমুল বিতর্ক শুরু হয়। সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞাকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর পরই গত ১৭ অক্টোবর মন্দিরের কপাট খুললে আয়প্পা স্বামীর মূর্তির সামনে যাওয়ার চেষ্টা করেন বেশ কয়েকজন মহিলা। শেষ পর্যন্ত যদিও কেউই সফল হননি। সোমবার বন্ধ হয়েছে মন্দির। 

.