Uttar Pradesh: ভিখারির প্রেমে পাগল! স্বামী-সন্তানদের ফেলে বাড়ি ছাড়লেন গৃহবধূ...
Woman is in love with beggar: ভিখারির সঙ্গে প্রেমলীলায় মেতে উঠলেন স্ত্রী, পালালেন সেই প্রেমিকের সঙ্গে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় আছে 'প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না' ঠিক সেরকমই ঘটল উত্তরপ্রদেশের হরদোইয়ে। ভিখারির সঙ্গে প্রেমলীলায় মেতে উঠলেন স্ত্রী, পালালেন সেই প্রেমিকের সঙ্গে। স্বামীর দাবি তাঁর স্ত্রীকে অপহরণ করে তুলে নিয়ে গেছে ওই ভিখারি, এমনই অভিযোগ তুলে একটি মামলা দায়ের করেছেন তিনি।
জানা যায়, হরদোইয়ের হরপালপুরের বাসিন্দা রাজু থাকতেন তাঁর স্ত্রী রাজেশ্বরী এবং ছয় সন্তানকে নিয়ে। স্থানীয় সূত্রে খবর ওই এলাকাতেই যাওয়া আসা ছিল নানহে পণ্ডিত নামে ওই ভিখারির। এখানেই রাজুর স্ত্রীয়ের সঙ্গে প্রায়ই কথা বলতে দেখেন প্রতিবেশীরা। ভিক্ষার অছিলায় নানহে প্রায়ই আসতেন ওই এলাকায় এবং বাড়ির আশেপাশেই ঘুরতে দেখা যেত রাজেশ্বরীর সঙ্গে। রাজু জানতে পারেন ফোনেও দু'জনের মধ্যে কথা হত। ভিখারির সঙ্গে যে তাঁর স্ত্রীর প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল তা ঘুণাক্ষরেও জানতে পারেননি তিনি।
আরও পড়ুন- বিজেপির সামনে বড় পরীক্ষা, দিল্লি বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন
রাজু অভিযোগ জানিয়েছেন গত ৩ জানুয়ারি তাঁদের বড় কন্যা খুশবুকে স্ত্রী বলেন তিনি বাজারে যাচ্ছেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও রাজেশ্বরী বাড়ি না ফেরায় খুশবু তার বাবাকে ফোন করে জানায়। তড়িঘড়ি বাড়িতে ফিরে স্ত্রীকে খোঁজাখুঁজি শুরু করেন রাজু। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। রাজুর দাবি, মোষ বিক্রি বাবদ যে টাকা তিনি পেয়েছিলেন তাও বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে। তাঁর সন্দেহ, ভিখারির সঙ্গেই তাঁর স্ত্রী পালিয়েছেন। সেই সন্দেহেই ভিখারির বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন রাজু।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)