শ্রীদেবীর মরদেহ তেরঙ্গায় মোড়া জাতীয় পতাকার অপমান, কটাক্ষ রাজ ঠাকরের

এদিন তিনি অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ও ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিরও সামলোচনা করেন। বলেন, ওই দুটি ছবি সরকারের হয়ে প্রেপাগান্ডা ছাড়া আর কিছুই নয়

Updated By: Mar 19, 2018, 11:46 AM IST
শ্রীদেবীর মরদেহ তেরঙ্গায় মোড়া জাতীয় পতাকার অপমান, কটাক্ষ রাজ ঠাকরের

নিজস্ব প্রতিবেদন:  শ্রীদেবীর মৃতদেহ তেরঙ্গায় মোড়ার কড়া সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। নীরব মোদীর কেলেঙ্কারি থেকে মানুষের নজর ঘোরাতেই পূর্ণ রাষ্ট্রীয় ম‌র্যাদায় অন্তেষ্টী করা হয়েছে শ্রীদেবীর, এমনটাই দাবি রাজের।

রবিবার মুম্বইয়ের শিবাজি পার্কে এক সভায় রাজ ঠাকরে বলেন, ‘শ্রীদেবী একজন বড় মাপের অভিনেত্রী। কিন্তু উনি দেশের জন্য কী এমন করেছেন ‌যে তাঁর মৃতদেহ জাতীয় পতাকায় ঢেকে দিতে হবে? এতো জাতীয় পাতাকার অপমান। মিডিয়া সরকারের হয়ে কাজ করেছে। নীরব মোদীর উপর থেকে মানুষের নজর ঘেরাতেই মিডিয়ায় শ্রীদেবীর মৃত্যুর খবর ঘটা করে প্রচার করা হয়েছে।’

আরও পড়ুন-কপালে সিঁদুর, মধুচন্দ্রিমায় এসে হোটেলের রুমেই লাল শাড়িতে গলায় ফাঁস নবদম্পতি

এমএনএস প্রধান আরও বলেন, ‘শোনা ‌যাচ্ছে শ্রীদেবী অতিরিক্ত মদ খেয়ে ডুবে মারা গিয়েছেন। তাঁকে নিয়ে এত হইচই করার কী রয়েছে! এসব করা হয়েছে শুধুমাত্র নজর ঘোরাতেই।’ পাশাপাশি এদিন তিনি অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ও ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিরও সামলোচনা করেন। বলেন, ওই দুটি ছবি সরকারের হয়ে প্রেপাগান্ডা ছাড়া আর কিছুই নয়।

.