'আজাদি' বলতে 'স্বশাসন' বোঝাতে চান কাশ্মীরিরা, দাবি চিদাম্বরমের
Updated By: Oct 28, 2017, 05:50 PM IST
নিজস্ব প্রতিবেদন: 'আজাদি'-র স্লোগান দিলেও কাশ্মীরিরা আসলে স্বশাসন চান। দাবি, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। শনিবার গুজরাটের রাজকোটে একথা বলেন তিনি।
চিদাম্বরমের দাবি, কাশ্মীরিদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি, আজাদি বলতে স্বশাসন চান তাঁরা। কাশ্মীরের মানুষকে আরও বেশি ক্ষমতা দেওয়া প্রয়োজন। দরকারে কাশ্মীরের বেশ কিছু এলাকাকে স্বায়ত্ব শাসন দেওয়া উচিত। সেজন্য সংবিধানের ৩৭০ ধারা সংশোধনের দাবি তুলেছেন তিনি।
আরও পড়ুন - রাজনৈতিক দলগুলিতে গণতন্ত্রের কথা বলে রাহুলকে খোঁচা মোদীর
কাশ্মীরের অশান্ত পরিস্থিতি শান্ত করতে ইতিমধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। ওদিকে সেনার নেতৃত্বে কাশ্মীর উপত্যকায় চলছে জঙ্গিনিকেষ।