ভারতের হোয়াটসঅ্যাপের প্রধান হলেন বাঙালি সন্তান অভিজিত্ বোস
ফেসবুকে আওতাধীন হোয়াটসঅ্য়াপ বিবৃতি দিয়ে জানিয়েছে, কোনও দেশের প্রধান পদে এই প্রথম নিয়োগ করা হল।
Updated By: Nov 21, 2018, 11:34 PM IST
নিজস্ব প্রতিবেদন: হোয়াটসঅ্যাপের ভারতের প্রধান হলেন এক বাঙালি। অভিজিত্ বোসকে। মোবাইল পেমেন্ট সংস্থা ইজেটাপের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা অভিজিত্ বোস এবার থেকে ভারতের হোয়াটসঅ্যাপের কাজকর্মের হোতা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া রুখতে ভারতীয় কর্মীদের রাখতে চাপ দিচ্ছিল কেন্দ্রীয় সরকার। হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্ত তার সঙ্গেই সাযুজ্য রেখে বলে মনে করছেন অনেকে।
ফেসবুকে আওতাধীন হোয়াটসঅ্য়াপ বিবৃতি দিয়ে জানিয়েছে, কোনও দেশের প্রধান পদে এই প্রথম নিয়োগ করা হল। ২০১৯ সালের আগেই দায়িত্বগ্রহণ করছেন অভিজিত্ বোস। ক্যালিফোর্নিয়ার বাইরে এই প্রথম কাজ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। গুরুগ্রামে হতে চলেছে ভারতে সংস্থার ডেরা।
Tags: