এক ঝলকে দেখে নিন বিজয় মালিয়ার কোন ব্যাঙ্কে কত কোটি টাকা করে দেনা রয়েছে

বিজয় মালিয়াকে নিয়ে সারা দেশ জুড়ে চলছে হুলস্থুল। একদা হাজার হাজার কোটিপতি ধনকুবের এখন বকলমে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও তিনি মুখে বলছেন, তাঁর ব্যবসা গোটা পৃথিবীতে ছড়িয়ে। তাই তিনি বিদেশে গিয়েছেন। এক ঝলকে দেখে নিন বিজয় মালিয়ার এই মুহূর্তে কোন ব্যাঙ্কে কত টাকা দেনা রয়েছে।

Updated By: Mar 13, 2016, 12:41 PM IST
এক ঝলকে দেখে নিন বিজয় মালিয়ার কোন ব্যাঙ্কে কত কোটি টাকা করে দেনা রয়েছে

ওয়েব ডেস্ক: বিজয় মালিয়াকে নিয়ে সারা দেশ জুড়ে চলছে হুলস্থুল। একদা হাজার হাজার কোটিপতি ধনকুবের এখন বকলমে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও তিনি মুখে বলছেন, তাঁর ব্যবসা গোটা পৃথিবীতে ছড়িয়ে। তাই তিনি বিদেশে গিয়েছেন। এক ঝলকে দেখে নিন বিজয় মালিয়ার এই মুহূর্তে কোন ব্যাঙ্কে কত টাকা দেনা রয়েছে।

ব্যাঙ্ক ঋণের পরিমাণ (কোটি টাকা)
এসবিআই ১৬০০
আইডিবিআই ৮০০
পিএনবি ৮০০
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬৫০
ব্যাঙ্ক অফ বরোদা ৫৫০
ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪৩০
সেন্ট্রাল ব্যাঙ্ক ৪১০
ইউকো ব্যাঙ্ক ৩২০
কর্পোরেশন ব্যাঙ্ক ৩১০
স্টেট ব্যাঙ্ক অফ মহীশুর ১৫০
ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক ১৪০
ফেডারেল ব্যাঙ্ক ৯০
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ৬০
এক্সিস ব্যাঙ্ক ৫০
৩ টে অন্যান্য ব্যাঙ্ক ৬০৩
মোট ৬৯৬৩

 

.