The Kerala Story: কেন নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি? সুপ্রিম কোর্টের নোটিসের জবাব দিল রাজ্য

এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, ছবিটি পক্ষপাতদুষ্ট। এখানে তথ্য বিকৃত করা হয়েছে যা বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত আনতে পারে। রাজ্যের আরও দাবি, ছবিতে এমন বেশ কয়েকটি দৃশ্য রয়েছে, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে, এমনকী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনৈক্যের বাতাবরণও তৈরি করতে পারে

Updated By: May 17, 2023, 03:24 PM IST
The Kerala Story: কেন নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি? সুপ্রিম কোর্টের নোটিসের জবাব দিল রাজ্য
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিতর্কের মধ্যেই রাজ্যজুড়ে দ্য কেরালা স্টোরি (The Kerala Story) নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেন্সর বোর্ডের (Sensor Board) ছাড়পত্র থাকা সত্ত্বেও বাংলায় কেন এই ছবি দেখানো হবে না, তার কারণ জানতে চেয়ে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয় দ্য কেরালা স্টোরি। তারপরেই সুপ্রিম কোর্ট নোটিস পাঠায় রাজ্যকে। আদালত জানায়,  'একটি ছবি যখন সারা দেশে চলছে, তখন পশ্চিমবঙ্গও দেশের থেকে আলাদা নয়। তাহলে পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞার কী প্রয়োজন। মানুষ যদি ছবিটা পছন্দ না করেন, তা হলে দেখবেন না। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন'। 

আরও পড়ুন, Madhya Pradesh Tragedy: কালিয়াগঞ্জের ছায়া শাহদোলে, মেয়ের মৃতদেহ বাইকে চাপিয়ে রওনা দিলেন বাবা

এদিন তারই জবাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানায়, ছবিটি পক্ষপাতদুষ্ট। 'বিদ্বেষমূলক' ও 'বিকৃত তথ্য' থাকার কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে 'দ্য কেরালা স্টোরি'কে নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত, অপপ্রচার বন্ধ করতে কড়া অবস্থান নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনেমা চলাকালীন রাজ্যে হিংসার ছড়াতে পারে, এমন অভিযোগ দায়ের হওয়ার পরই পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেন, 'বিকৃত তথ্য দিয়ে সিনেমা তৈরি হচ্ছে। একটি সম্প্রদায়কে নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। বাংলাতেও বেঙ্গল ফাইলস তৈরি করতে চাইছে।' 

পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, 'রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে ' দ্য কেরালা স্টোরি' চলচ্চিত্রটি  নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।' 

এরপরই সুপ্রিম কোর্টে যায় এই মামলা। এই মামলায় রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত। মঙ্গলবার রাজ্যের তরফে হলফনামায় জানানো হয়, এই ছবির একাধিক দৃশ্য একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করতে পারে বলে জানিয়েছে রাজ্য, যা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কারণ হতে পারে বলে দাবি মমতা সরকারের। সে কারণেই তারা নিষিদ্ধ করেন ছবিটি। 

আরও পড়ুন, The UP Story: বিয়ে করে রাতারাতি শিক্ষিকা থেকে পুরসভার চেয়ারপার্সন!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.