ভিখারি সংখ্যায় শীর্ষস্থানে বাংলা

এই পরিসংখ্যান অনুযায়ী, প্রথম স্থানে থাকা পশ্চিমবঙ্গে ভিখারির সংখ্যা ৮১ হাজার। এরপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ (৬৫,৮৩৫) এবং অন্ধ্রপ্রদেশ (৩০,২১৮)।

Updated By: Mar 21, 2018, 09:03 PM IST
ভিখারি সংখ্যায় শীর্ষস্থানে বাংলা

ওয়েব ডেস্ক: ভিখারির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ, জানালেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিভাগের মন্ত্রী টি সি গেহলট। লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাব দিতে গিয়ে ২০১১ সালের জনগণনার নথি অনুযায়ী এমন তথ্যই দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

গেহলটের জানিয়েছেন, ভারতে মোট ভিখারির সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৬৭০। এরমধ্যে ২ লক্ষ ২১ হাজার ৬৭৩ জন পুরুষ এবং ১ লক্ষ ৯১ হাজার ৯৯৭ জন মহিলা।

আরও পড়ুন- মাধ্যমিক পাশ? রেলে ৯,৫০০ লোক নিচ্ছে আরপিএফ

এই পরিসংখ্যান অনুযায়ী, প্রথম স্থানে থাকা পশ্চিমবঙ্গে ভিখারির সংখ্যা ৮১ হাজার। এরপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ (৬৫,৮৩৫) এবং অন্ধ্রপ্রদেশ (৩০,২১৮)।

তবে লক্ষ্যনীয়ভাবে দেখা যাচ্ছে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভিখারিদের সংখ্যা অত্যন্ত কম। মাত্র ২ জন ভিখারির বাস লাক্ষাদ্বীপে। পাশাপাশি, দাদরা নগর হাভেলি, দমন এবং দিউ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে যথাক্রমে রয়েছেন ১৯, ২২ ও ৫৬ জন ভিক্ষাজীবী। অন্যদিকে, কেন্দ্রশাসিত এলাকাগুলির মধ্যে ভিখারির সংখ্যায় সবার শীর্ষে দিল্লি (২,১৮৭ জন)।

আরও পড়ুন- রেলযাত্রীদের জন্য সুখবর, টিকিটের সঙ্গেই এবার বুক করা ‌যাবে ওলা

.