থানার ওসি-দের সাসপেন্ড করুন, বিজয়-উদযাপন রুখতে কড়া নির্দেশ কমিশনের
গত ২৮ এপ্রিল কোভিড আবহে বিধি মানার জন্য নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)।
নিজস্ব প্রতিবেদন: কোভিড পরিস্থিতিতে বিজয়োল্লাস নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই নিষেধাজ্ঞা উড়িয়ে বিভিন্ন রাজ্য থেকে আসছে উদযাপনের ছবি। বাংলাতেও জয়ের আভাস পাওয়ার পরই সবুজ আবির নিয়ে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এনিয়ে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। মুখ্যসচিবকে তারা জানাল, সংশ্লিষ্ট থানার ওসি-দের সাসপেন্ড করা হোক।
এ দিন নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালি সরন জানিয়েছেন,'জয়ের আনন্দ উৎযাপনের ছবি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কমিশন (Election Commission)। ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ঘটনায় এফআইআর করতে হবে। সাসপেন্ড করতে হবে সংশ্লিষ্ট থানার ওসি-কে। কী পদক্ষেপ করা হয়েছে, তার রিপোর্ট দিতে হবে কমিশনকে।'
ECI takes serious note of reports coming in of congregation(s) of people to celebrate anticipated victory. EC has directed Chief Secretaries of all 5 states to file FIR in each such case, suspend concerned SHO and report action taken immediately of each such incidence: ECI pic.twitter.com/DddH6KA804
— ANI (@ANI) May 2, 2021
গত ২৮ এপ্রিল কোভিড আবহে বিধি মানার জন্য নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। তারা জানিয়ে দিয়েছিল, ভোটে জয়ের পর বিজয় মিছিল বা উল্লাস করা যাবে না। কিন্তু সেই নির্দেশ অমান্য করে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জয়ের উদযাপন। তার পরই তড়িঘড়ি ব্যবস্থা নিল নির্বাচন কমিশন (Election Commission)।
আরও পড়ুন-'সময় গড়ালে এগিয়ে যাব', নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী Mamata