Mamata Telephoned Stalin: অ-বিজেপি রাজ্যে ক্ষমতার অপব্যবহার করছে রাজ্যপাল! স্ট্যালিনকে ফোন মমতার, তৈরি হল রণকৌশল

কী রণকৌশল করলেন দুই মুখ্যমন্ত্রী?

Updated By: Feb 13, 2022, 08:33 PM IST
Mamata Telephoned Stalin: অ-বিজেপি রাজ্যে ক্ষমতার অপব্যবহার করছে রাজ্যপাল! স্ট্যালিনকে ফোন মমতার, তৈরি হল রণকৌশল

নিজস্ব প্রতিবেদন: অ-বিজেপি শাসিত রাজ্যগুলোতে রাজ্যপালের ভূমিকা নিয়ে এবার জাতীয় স্তরে 'প্রতিবাদ' গড়ে তুলতে তৎপর তৃণমূল কংগ্রেস (TMC)। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M. K. Stalin) সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ফোনালাপেই তৈরি হল নয়া রণকৌশল।

টুইট করে ওই কথাবার্তার কথা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M. K. Stalin)। তিনি জানিয়েছেন, অ-বিজেপি শাসিত রাজ্যগুলোতে ক্ষমতার অপব্যবহার করছে রাজ্যপাল, এমন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীঘ্রই বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা বৈঠকেরও পরামর্শ দিয়েছেন তিনি। স্ট্যালিন নাকি তাঁর পরামর্শ গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তিনি। বিরোধী মুখ্যমন্ত্রীদের নিয়ে দিল্লিতে দ্রুত বৈঠকের আশ্বাসও দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের সমালোচনা করেছে বিজেপি (BJP)। শমীক ভট্টাচার্য বলেন, "মমতা বন্দ্য়োপাধ্য়ায় যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছে তারা সবচেয়ে বেশি রাজ্যপালের অপপ্রয়োগ করেছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর দল পশ্চিমবঙ্গকে কার্যত একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ভাবতে শুরু করেছে। তাঁদের প্রতিটা পদক্ষেপই সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে না। তাঁরা সরাসরি সংবিধানিক প্রধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। তবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এভাবে সাংবিধানিক রীতিনীতির বিরুদ্ধে গিয়ে বা রাজ্যপালের বিরুদ্ধে গিয়ে, এমন আমন্ত্রণে সাড়া দেবেন না।" 

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Governor West Bengal Jagdeep Dhankhar) সঙ্গে মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার এবং তৃণমূল নেতাদের 'দ্বন্দ্ব' নতুন কিছু নয়। 'ভোট পরবর্তী অশান্তি' থেকে সরকারের বিভিন্ন প্রকল্প। নানান সময় রাজ্য সরকারের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। কঠোর সমালোচনা করেছেন জগদীপ ধনখড় (Governor West Bengal Jagdeep Dhankhar)। রাজ্যপালের বিরুদ্ধেও সুর চড়িয়েছে তৃণমূল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকেও অভিযোগ জানিয়েছে শাসকদল। এমনকী, রাজ্যপালকে টুইটারে ব্লক পর্যন্ত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরও তেমন কোনও কাজ না হওয়ায়, এবার জাতীয় স্তরে 'প্রতিবাদ' গড়ে তোলার কৌশল নিলেন মুখ্যমন্ত্রী।  

আরও পড়ুন: উত্তর প্রদেশের ভোটে মেরুকরণের চেষ্টা করছে বিজেপি, Hijab বিতর্কে দাবি Mehbooba Mufti-র

আরও পড়ুন:  Hijab Row: 'অভ্যন্তরীণ ইস্যুতে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য স্বাগত নয়,' হিজাব বিতর্কে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.