ধর্ষণে দ্বিতীয় পশ্চিমবঙ্গ, বলছে পরিসংখ্যান
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান বলছে গত তিন বছরে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। দেশের বড় শহরগুলির মধ্যে ধর্ষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। কলকাতার স্থান তালিকায় তৃতীয়। রাজ্যভিত্তিক পরিসংখ্যানে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান বলছে গত তিন বছরে দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। দেশের বড় শহরগুলির মধ্যে ধর্ষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। কলকাতার স্থান তালিকায় তৃতীয়। রাজ্যভিত্তিক পরিসংখ্যানে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোদ সরকারি হাসপাতালের চিকিত্সকরাই।
ফি বছর সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। ন্যাশনাল রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে ভারতে ২১,৩৯৭টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০১০ ও ২০১১ সালে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ২২,১৭২ এবং ২৪,২০৬। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর শেষ দু`বছরের পরিসংখ্যানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ধষর্ণের ঘটনায় অভিযুক্ত হিসাবে সামনে এসেছে সরকারি হাসপাতালের চিকিত্সদের নাম!
গতমাসেই তামিলনাড়ুতে এক শিক্ষানবীশ নার্সকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয় দু`জন আয়ুর্বেদ চিকিত্সক। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা। এই বছরেই ২৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে এক মূক ও বধির রোগিণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হন এক জুনিয়র ডাক্তার। ২০১০ সালের ২৪ ডিসেম্বর কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে দু`বছরের এক শিশুর মাকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত হন এক চিকিত্সক।
রাজ্যভিত্তিক পরিসংখ্যান বলছে ধর্ষণের ঘটনায় সবার উপরে রয়েছে মধ্যপ্রদেশ। ২০০৯ সালে মধ্যপ্রদেশে ২,৯৯৮টি, ২০১০-এ ৩,১৩৫টি এবং ২০১১ সালে ৩৪০৬টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০০৯ সালে পশ্চিমবঙ্গে ২,৩৩৬টি, ২০১০ সালে ২,৩১১টি ও ২০১১ সালে ২,৩৬৩টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। তৃতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশে গত ৩ বছরে যথাক্রমে ১,৭৫৯, ১,৫৬৩ ও ২০৪২টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়।
দেশের চারটি মেট্রো শহরে ধর্ষণের পরিসংখ্যান বলছে দিল্লি শহরে সবথেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। ২০০৯ সালে দিল্লিতে ৪০০টি ধর্ষণের ঘটনা ঘটে, ২০১০ ও ২০১১ সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৪১৪ ও ৪৫৩-য়। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। ২০০৯ সালে কলকাতায় ৪২টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। ২০১০ সালে সংখ্যাটা কমে দাঁড়ায় ৩২। কিন্তু ২০১১ সালে ফের ৪৬টি ধর্ষণের ঘটনা ঘটে কলকাতার বুকে।