২০২৪-এ বারাণসীতে 'মোদী বনাম দিদি'? TMC-র 'টুইট চ্যালেঞ্জ', যুদ্ধে মজে নেটিজেনরা
"আপনি বরং ২০২৪-এর জন্য একটা নিরাপদ আসন বেছে রাখুন। কারণ বারাণসীতে (Varanasi) আপনাকে চ্যালেঞ্জ করা হবে।"
নিজস্ব প্রতিবেদন : বিজেপি (BJP) চ্যালেঞ্জ ছুঁড়েছে যে নন্দীগ্রামে (Nandigram) হারবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আর সেটা বুঝতে পেরেই লড়ার জন্য দ্বিতীয় আসন খুঁজছেন তিনি। তৃণমূল (TMC) আবার সপাটে সেই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছে মোদীকে। তৃণমূলের সাফ দাবি, নন্দীগ্রামে জিতছেন 'দিদি-ই'। আর তাই অন্য কোনও আসন থেকে লড়ার কোনও প্রশ্ন-ই উঠছে না। একইসঙ্গে মোদীকে (Narendra Modi) উদ্দেশ করে ২০২৪ লোকসভা ভোটে (Loksabha Vote 2024) 'বারাণসী' (Varanasi) চ্যালেঞ্জও ছুঁড়েছে তৃণমূল।
দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে তৃণমূলের (TMC) তরফে একটি টুইট করা হয়েছে। যে টুইটে একদিকে যেমন নন্দীগ্রামে (Nandigram) 'দিদি'র জয় নিশ্চিত বলে দাবি করা হয়েছে। অন্যদিকে তেমনই মোদীকে (Narendra Modi) চ্যালেঞ্জ ছুঁড়ে বলা হয়েছে, "পশ্চিমবঙ্গে মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হওয়ার আগেই, বাংলার মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা থেকে এবার ক্ষান্ত দিন। নইলে আপনার মিথ্যে দেখে ফেলবে বাংলার মানুষ। আপনি বরং ২০২৪-এর জন্য একটা নিরাপদ আসন বেছে রাখুন। কারণ বারাণসীতে (Varanasi) আপনাকে চ্যালেঞ্জ করা হবে।" তৃণমূলের তরফে এই টুইট করতেই তা ভাইরাল হয়ে যায়। ২০২৪ লোকসভা ভোটে (Loksabha Vote 2024) বারাণসীতে 'মোদী বনাম দিদি' কল্পনা করে টুইট যুদ্ধে মজেছেন নেটিজেনরা।
Didi is winning Nandigram. The question of her fighting from another seat doesn't arise. @narendramodi Ji, retract from your efforts to mislead people before they see your lies with the end of nomination in WB. Look for a safer seat in 2024, as you will be challenged in Varanasi.
— All India Trinamool Congress (@AITCofficial) April 1, 2021
So Didi has decided to leave West Bengal politics and go to Varanasi to get defeated again.
The way didi was sitting in a corner like a loser itself showed her level of confidence.
She has tried everything saam, daam, dand, bhedh but she already knows she has lost #Nandigram— Anju Chopra (@ProudHindu45) April 1, 2021
His safer seat was in Gujarat but he decided to fight the election in UP where Akhilesh Yadav was the CM but he won in Varanasi by record number of votes.
Can your didi fight any election from Gujrat, Rajsthan or MP??— Rishabh (Political Expert) (@Rishabh_RW) April 1, 2021
Next 5 election. 25 years. Modi will be 95. BjP rule is 75. So another 5 year. And then bjp will crumble
— sukumar moharana (@sukumar_m) April 2, 2021
BJP is rattled so much that's why Modi is misleading. Because he knows BJP will only win bengal by misleading & creating Hindu muslim divide. Narendra Modi has became expert in misleading the country. If he has guts let's fight the election on the issue of 3 farm laws
— Nikhil Jadhav (@Nikhil21921335) April 1, 2021
You lost your in the parking lot and the car parked there is still missing. Yes I have X-ray report of your @MamataOfficial which speaks volumes. pic.twitter.com/bymZwm4MA7
— FireFly (@FireFly53647402) April 1, 2021
The BJP & the Khaki pants grossly misinterpret the 'Outsider' term. The political ideology of RSS/BJP is an alien thing to Bengal political culture. After 1946 Bengal religion was never an issue in politics. BJP trying to infuse this 'outsider' political culture in Bengal
— Indranil Gupta (@IndranilGupta4) April 2, 2021
প্রসঙ্গত, বৃহস্পতিবার উলুবেড়িয়ার সভা থেকে মমতাকে (Mamata Banerjee) নিশানা করে মোদী (Narendra Modi) বলেন, "নন্দীগ্রাম হারের ইঙ্গিত দিচ্ছে। শেষ দফার মনোনয়ন দাখিল এখনও বাকি। অন্য কোনও আসন থেকেও মনোনয়ন পত্র দাখিল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন জল্পনা রয়েছে। আপনিই বলুন দিদি, এই জল্পনা সত্যি কিনা।"