WATCH: জওয়ানরা ভালো Gun জানেন, ভালো গানও জানেন...
উক্ত জওয়ানকে রাহাত ফতে আলি খানের গান গাইতে দেখা যাচ্ছে। যে গান শুনে মুগ্ধ সকলেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেনার হাতে তো 'গান' থাকে, কিন্তু তাদের গলাতেও গান থাকে নাকি? তেমনই ঘটেছে এক ইন্দো-টিবেটান বর্ডার পুলিস (আইটিবিপি) কর্মীর ক্ষেত্রে। তাঁর গলায় মধুর গান শুনে মুগ্ধ নেটপাড়া। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন বিভিন্ন মানুষ।
আইটিবিপি'রই অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকে এই গানের ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। যেখানে উক্ত জওয়ানকে রাহাত ফতে আলি খানের গান গাইতে দেখা যাচ্ছে। যে গান শুনে মুগ্ধ সকলেই। গানটি হল নুসরত ফতে আলির 'আফরিন-আফরিন'।
गाते गुनगुनाते हिमवीर
Afreen afreen...
Constable Vikram Jeet Singh of ITBP sings. Constable A Neli strums the Guitar.#Himveers pic.twitter.com/p69oxBe6us
— ITBP (@ITBP_official) June 30, 2022
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিক্রমজিৎ সিং নামের ওই আইটিবিপি জওয়ান নুসরত ফতে আলির গানটি গাইছেন। তাঁর পাশে দাঁড়িয়ে আছেন একজন কনস্টেবল, যিনি বিক্রমজিতের গানের সঙ্গে গিটার বাজাচ্ছেন। ভিডিয়োটি যাঁরা দেখেছেন, তাঁরা প্রসংশায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন।
আরও পড়ুন: Nupur Sharma: বিপাকে নূপুর, লুক আউট সার্কুলার কলকাতা পুলিসের