বারামুলায় গ্রেফতার হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

২০২০ সালে মোট ১২টি অপারেশন চালানো হয়েছে। ওইসব অভিযানে ২৫ জঙ্গির মৃত্যু হয়েছে। 

Updated By: Feb 22, 2020, 06:36 PM IST
বারামুলায় গ্রেফতার হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

নিজস্ব প্রতিবেদন: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাল পেতে হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক পণ্ডিতকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী। শনিবার জুনেইদকে গ্রেফতার করা হয় বারামুলার তাপার পাট্টান থেকে। জম্মু ও কাশ্মীরের একাধিক জঙ্গি নাশকতার সঙ্গে জড়িয়েছিল জুনেইদ ফারুক পণ্ডিতের নাম।

আরও পড়ুন-মোদী বহুমুখী প্রতিভাধর, আন্তর্জাতিক দূরদৃষ্টিসম্পন্ন: সুপ্রিম কোর্টের বিচারপতি

জম্মু ও কাশ্মীরের বারামুলা রেঞ্জের ডিআইজি এম সুলেমান সংবাদমাধ্যমে বলেন, হিজবুল মুজাহিদিন জঙ্গি জুনেইদ ফারুক পণ্ডিতকে গ্রেফতার করেছেন জম্মু-কাশ্মীর পুলিস, সেনা ও সিআরপিএফ। ফারুককে ধরার জন্য তাপার পাট্টানে জাল পাতা হয়েছিল। ফারুকের কাছ থেকে একটি চিনা পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে।

এদিকে, জম্মু ও কাশ্মীরের ডিআইজি দিলবাগ সিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, শুক্রবার রাতে এক গুলির লড়াইয়ে খতম হয়েছে লস্কর জঙ্গি নাভেদ আহমেদ ভাট ও আকিব ইয়াসিন ভাট। উপত্যকায় একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল ওই দুজন।

আরও পড়ুন-বিয়ে করলে তবেই জামিন, এই শর্তে মুক্তি পেল 'ধর্ষণকারী'

দিলবাগ সিং আরও জানিয়েছেন, ২০২০ সালে মোট ১২টি অপারেশন চালানো হয়েছে। ওইসব অভিযানে ২৫ জঙ্গির মৃত্যু হয়েছে। এ ছাড়াও জঙ্গিদের সহযোগি হিসেবে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Tags:
.